দেশ বাঁচাতে সরকারকে হটানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচির উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের রোডমার্চ করছে দলটি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি না তা এবার নির্ধারণ হবে। সুতরাং দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে সরকারকে হটানোর বিকল্প নেই।
দুর্নীতি করতেই রূপপুর পারমাণবিক প্রকল্প করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা না রেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করেছে।’
কর্মসূচিতে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, দেশের জনগণ আর বিনা ভোটে নির্বাচন হতে দেবে না।
বিজ্ঞাপন
কুমিল্লা থেকে শুরু হওয়া রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে। পরে চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে বিকেল তিনটায় কাজীর দেউড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয়-স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা থাকবেন।
গত ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ফরিদপুর থেকে মাদারীপুর হয়ে শরীয়তপুর পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি।
আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ করছে। এছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে দলটি।
এমআর