সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ থেকে অব্যাহতি চান আদম তমিজী হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ থেকে অব্যাহতি চান আদম তমিজী হক
আদম তমিজী হক। ছবি: সংগৃহীত

বাকি জীবন দীনের পথে কাটাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে অব্যাহতি চেয়েছেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক।

শনিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতির কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি। আদম তমিজী হক স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মেইলের হাতে এসেছে।


বিজ্ঞাপন


চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়, মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান প্রসঙ্গে।

আরও পড়ুন: আদম তমিজীকে স্থায়ী বহিষ্কার করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর লেখা চিঠিতে আদম তমিজী লিখেছেন, 'মাননীয় সভানেত্রী, যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আদম তমিজী হক বিগত সাত বছর যাবত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।'

Tomiji2


বিজ্ঞাপন


বাকি জীবন দীনের পথে কাটানোর কারণ উল্লেখ করে তিনি লিখেন, 'মাননীয় সভানেত্রী, বর্তমান আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সাথে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি আমার বাকি জীবনের সময়টুকু দীনের পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করতে চাচ্ছি।'

দলীয় প্রধানের সম্মতি চেয়ে তিনি লিখেন, 'অতএব আপনার সমীপে নিবেদন এই যে, আমার অব্যাহতিপত্রে সম্মতি প্রদান করে বাধিত করবেন।'

এর আগে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানোর দায়ে ঢাকা মহানগর কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়৷ পাসপোর্ট পোড়ানো ছাড়াও তিনি দলীয় নানা দিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর