সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপের কর্মসূচি নির্ধারণে যুগপতের শরিক গণঅধিকার পরিষদের (নুর) লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই বৈঠক হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও একদফার আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতি নুরুলহক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।
/এএস

