কঠিন সময় পাড়ি দেওয়ার সাহস শেখ হাসিনার আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী বলেন, আমরা অতি কঠিন সময় অতিক্রম করতে পারব। কারণ আমাদের দলের অধিনায়ক সাহসী এবং তার অসীম সাহসের জন্য আমরা দুর্লভ সাগর পাড়ি দিতে পারব।
স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের ২০৪০ সাল মাথায় রাখতে হবে। সেটার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বিগত সময়ের ইশতেহার মূল্যায়ন করে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। বিএনপি মানেই সন্ত্রাস। তাদের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা নিজেদের পকেটকে উন্নয়ন করেছে।
সময়মতো জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কে নির্বাচনে এলো, কে এলো না সেটা বড় কথা নয়। নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ীই হবে।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব তো বলেই দিয়েছে আর মাত্র কয়টা দিন, আপনারা কোথায় যাবেন? মির্জা আব্বাস বলে তারা নাকি চাঁদ রাত দেখতে পায়। তারা নাকি আমাদের তাড়িয়ে দেবে, আর কয়েকটা দিন পরেই নাকি আমাদের চলে যেতে হবে। আমি গতকাল টঙ্গীতে বলেছি- আমরা এই অক্টোবরও আছি, আগামী অক্টোবরও থাকব।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, মন্ত্রিসভা ছোট না বড় হবে সবই এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি চাইলে সেটাকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। পৃথিবীর অন্যান্য সব গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক করবে, মেজর কোনো পলিসি ডিসিশনে অংশ নেবে না। এটা হলো নিয়ম। এই নিয়ম মেনে আমরাও চলব।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ওয়াসিকা আয়েশা খান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী, সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কারই/এমআর

