রাজধানীর পশ্চিম তীরে তুরাগ নদে নৌকা বাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান প্রধান সড়কের পশ্চিম প্রান্তে তুরাগ নদে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বৃহস্পতিবার দোয়া ও মিলাদের আয়োজন করেছে আ.লীগ
নৌকা বাইচে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট ১২টি দল অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি থাকবেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
কারই/এইউ

