সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা ডেকেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

Awami League
ফাইল ছবি

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দলের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। এছাড়া সভা সঞ্চালনার দায়িত্বে থাকবেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।

কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর