সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরকারকে ভয় দেখাতেই ভিসানীতির প্রয়োগ: মেনন

জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

সরকারকে ভয় দেখাতেই ভিসানীতির প্রয়োগ: মেনন

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য ভিসানীতি প্রয়োগের যে ঘোষণা দিয়েছে এর সমালোচনা করেছেন ১৪ দলীয় জোট নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি মনে করেন, সরকারকে ভয় দেখানোর জন্যই মূলত এই ভিসানীতি প্রয়োগের ঘোষণা দিয়েছে। তবে সরকার এতে ভয় পাবে না বলেও মনে করেন সাবেক এই মন্ত্রী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মেনন বলেন, নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো-প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, যেভাবে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে, সেভাবেই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

সাবেক এই মন্ত্রী বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখচাষিদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা।

মেনন বলেন, আখচাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। আখচাষিদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখীকরণের মাধ্যমে চিনি উৎপাদন চিনিকলও কেরু অ্যান্ড কোম্পানির মতো লাভজনক হবে।


বিজ্ঞাপন


জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি লালপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মিজানুর রহমান মিজান, কৃষক নেতা আব্দুল করিম, মতিউর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর