শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

BNP Assembly
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়াও সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ওই সমাবেশে শুরু হয়।


বিজ্ঞাপন


এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে খণ্ড খণ্ড মিছিলে দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

 

আরও পড়ুন

অক্টোবরে ‘গরম’ কর্মসূচি, তফসিল হলেই হরতাল!

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


 

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ সমাবেশে উপস্থিত রয়েছে।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর