রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমাবেশ শুরুর পরেও আসছে মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

michil

রাজধানীতে হঠাৎ বৃষ্টির হানায় কিছুটা ছন্দপতন ঘটেছে ছাত্রলীগের ছাত্র সমাবেশে। তবে যথাসময়েই শুরু হয়েছে সমাবেশ। মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে সমাবেশ শুরুর পরও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে সমাবেশের আশপাশের সড়ক ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে আসছেন। একের পর এক মিছিলে মুখরিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ।


বিজ্ঞাপন


বেলা সাড়ে তিনটায় দেখা যায়, ঢাকা কলেজ ছাত্রলীগের একাংশ মিছিল নিয়ে উদ্যানের দিকে হাঁটছে। নেতাকর্মীরা জানান, ক্যাম্পাসে জুমার নামাজ আদায় করে তারা মিছিল নিয়ে বের হয়েছেন।

ছাত্রলীগ কর্মী সোহান বলেন, ‘আমাদের ছাত্রবাসে ভাইয়েরা কড়া নির্দেশনা দিয়েছেন- সমাবেশে যোগ না দিলে হল ছাড়তে হবে। যার পরিপ্রেক্ষিতে আমরা ক্যাম্পাস মসজিদে নামাজ আদায় করে বের হয়েছি।’

তুলনামূলক উপস্থিতি কম থাকার কারণ জানতে চাইলে এই কর্মী বলেন, ‘টানা কর্মসূচি থাকায় হলের অনেকেই বাড়ি চলে গেছেন। তাদের হঠাৎ হল ছাড়ার বিষয়ে কাড়া সিদ্ধান্ত হবে। হল থেকে কাউকে কাউকে বের করেও দেওয়া হতে পারে।’


বিজ্ঞাপন


এর আগে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের। তবে বৃষ্টি সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন স্থানে আশ্রয় নেন।  

ডিএইচডি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর