বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিএনপির শেষ রক্ষার সুযোগ রয়েছে: নানক

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া একজন পালাতক আসামি, তারা কোনো দিন নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং বিএনপির বন্ধুরা আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসুন। তাহলে বিএনপির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে।

শনিবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


আরো পড়ুন: আগামীতে অবৈধভাবে ক্ষমতায় কেউ থাকতে পারবে না: দুলু

জাহাঙ্গীর কবির নানক বলেন, গণতন্ত্রের পথে নির্বাচনের পথে না এসে আবার আব্দুর রহমান, বাঙলা ভাই জঙ্গি জেএমবি তৈরি করে কুলাউড়ায় গোপনে ট্রেনিং দেওয়াবেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাস করবেন, তা আর হবে না। এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে।

আরো পড়ুন: নির্বাচনে ‘ভারত ফ্যাক্টর’, কী বলছে রাজনৈতিক দলগুলো?


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ৬২ জনকে সেলাই মেশিন, ৪০৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি এবং ১৩৪ জন কম্পিউটারে ও ১০৫ জনকে সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর