জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভারত সফরকালে হঠাৎ মঙ্গলবার (২২ আগস্ট) এক বিবৃতি পাঠিয়ে নিজেকে দলের চেয়ারম্যান দাবি করেন তার ভাবী এবং সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তবে ওই দিনই রওশন এরশাদের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি ভুল হয়েছে। মূলত তাকে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এর মধ্যেই ভারত থেকে ফিরে এ ব্যাপারে মুখ খুললেন জি এম কাদের।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাপা চেয়ারম্যান। সেখানে ভিআইপি গেটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জিএম কাদেরকে সরিয়ে নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা রওশনের
ভাবী রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই এমনটা দাবি করে জি এম কাদের বলেন, ‘ভাবীর অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাগজপত্রে সই করাচ্ছে। উনার থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা।’
জিএম কাদের বলেন, ‘বেগম রওশন এরশাদ আমার ভাবী। সবচেয়ে বড় ভাইয়ের স্ত্রী। আমার বড় ভাইকে সবসময় নিজের বাবার মতো মনে করতাম। সেই হিসেবে বয়সে যাই হোক, ছোটবেলা থেকেই ভাবীকে মায়ের মতো মনে করে এসেছি। ওনার সঙ্গে আমার কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না। এখনও নেই।’
আরও পড়ুন: রওশনের চেয়ারম্যান হওয়ার খবর ভুয়া, দাবি জাপা মহাসচিব চুন্নুর
বিজ্ঞাপন
রওশন এরশাদ নিজের ইচ্ছায় এসব করছেন না দাবি করে দেবর জি এম কাদের বলেন, ‘আমার জানামতে তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা। আমাদের বিরুদ্ধে কিছু লোকজন এসব করছেন। দেবর-ভাবীর দ্বন্দ্ব যারা বলছেন, তারাই এসব বিষয় উসকে দিচ্ছেন।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে, ইমেজ সংকট তৈরি করে যেন দলটা নিচে নেমে যায় তার উদ্দেশ্যে এসব করা হয়। একটা ভাবমূর্তির সংকট হয় যে দলের মধ্যে একতা নেই, বিভাজিত, শক্তি নেই, নীতির ঠিক নেই। এক একজন এক এক কথা বলেন। এ ধরনের দুই-চার ভাগ করে আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। দলের নেতাকর্মী শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটার তীব্র ভাষায় নিন্দা করি। আমরা বিশ্বাস করি তিনি (রওশন এরশাদ) এটা করেননি। ওনাকে দিয়ে যারা করানোর চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই বিকলাঙ্গ: রসিক মেয়র
গত রোববার তিন দিনের সফরে ভারতে যান জি এম কাদের। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।
জি এম কাদের সফরে থাকাকালেই মঙ্গলবার গণমাধ্যমে রওশন এরশাদ স্বাক্ষরিত একটি বিবৃতি সরবরাহ করা হয়। সেখানে তিনি নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। তবে দলের কোনো নেতা এর স্বীকৃতি দেননি। মহাসচিব মুজিবুল হক চুন্নু অডিও বার্তা দিয়ে জানান, এটা ফেইক নিউজ। এর সঙ্গে রওশন এরশাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টিতে এভাবে চেয়ারম্যান পাল্টানোর সুযোগ নেই বলেও জানান তিনি।
সন্ধ্যায় বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ স্বীকার করেন প্রেস উইং থেকে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। যিনি এটি প্রচার করেছেন তাকে তিন মাস আগেই বহিষ্কার করা হয়েছে।
বিইউ