সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

চার মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

রাজধানীর চারটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত চারটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


কমিটি দেওয়া মেডিকেল কলেজগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা, মুগদা মেডিকেল কলেজ শাখা এবং শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের।

এসব কমিটির শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

bslঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে আবু সাঈদ আল মাহমুদকে। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইরতিজা হাসান ফয়সালকে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দূর্জয় পাল, সাধারণ সম্পাদক গোলাম রসুল জয়।


বিজ্ঞাপন


মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছেন মাহমুদুল হাসান অনয়, সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন শরিফুল ইসলাম।

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছেন মো. রাগীব শাহরিয়ার এবং সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মো. সাইফুল ইসলাম সাঈফ।

কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর