যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ শেষে নবাবগঞ্জের বাড়িতে ফেরার সময় হামলা আহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। তার নাম সাব্বির আলম। ঢাকা মেডিকেলে ভর্তি এই ছাত্রদল নেতার মাথায় ৪০টি সেলাই দেওয়া হয়েছে।
শনিবার (২২ জুলাই) নিজ বাড়ি নবাবগঞ্জে ফেরার পথে একদল দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। রোববার (২৩ জুলাই) তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। সেখানে তার মাথায় ৪০টির মতো সেলাই দিতে হয়েছে বলে ঢাকা মেইলকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
সাব্বির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
হাসপাতালে তার শয্যাপাশে আছেন ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাক, সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ঢাকা জেলা যুবদল সভাপতি রেজাউল করিম পল। হামলার পরে ভিডিওতে দলের একজনকে হামলার বিষয় নিয়ে কথা বলেছেন সাব্বির আলম।

তিনি অভিযোগ করে বলেছেন, হামলার পর আমাকে বাসার অদূরে ফেলে রাখা হয়। পরবর্তীতে এলাকাবাসী এবং তার পরিচিত আত্মীয়-স্বজন উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বিজ্ঞাপন
সাব্বির অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেমের ভাতিজা সুমন শিকদার ও মুন্নার নেতৃত্ব এ হামলা হয়। তারা আমাকে রড দিয়ে আঘাত করে। মুন্না কিরিচ দিয়ে আমার মাথায় আঘাত করে।
বিইউ/এমআর

