সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর বক্তৃতা নয়, এখন দাবি আদায়ের সময়: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

আর বক্তৃতা নয়, এখন দাবি আদায়ের সময়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আর বক্তৃতা নয়, এখন আমাদের দাবি আদায়ের সময়।’

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। এসময় সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেওয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ছয় বিভাগে এই কর্মসূচি পালনে ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে, রাজশাহী ও রংপুর বিভাগের একত্রে বগুড়ায়, বরিশালে এবং সিলেটে ও খুলনা বিভাগে এই কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগের সমাবেশের মধ্যে দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হলো।

সমাবেশে সরকারের নানা সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ভীরু, কাপুরুষ। তারা নির্বাচনে ভয় পায়। আমরা নির্বাচন চাই। কিন্তু সেটা তোমাদের অধীনে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। কিন্তু সরকার ভয় পেয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিচ্ছে। গায়েবি মামলাও দিচ্ছে।’

ফখরুল বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগে মিথ্যা মামলা, নিজেরা নিজেরা ক্যাম্প পুড়িয়ে, পটকা ফুটিয়ে মামলা দিয়েছিল। আবার একই কায়দায় মামলা দেওয়া হয়েছে। গত সাত মাসে ৫০টি গায়েবি মামলা হয়েছে। বিএনপির এক হাজার ৭০১ নেতাকর্মী আসামি। এগুলো কিসের আলামত?’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বলছে সংবিধানের অধীনে ভালো নির্বাচন হবে। আর এদিকে কী হচ্ছে? যাতে এরা নির্বাচন করতে না পারে সেজন্য মামলা দেওয়া হচ্ছে। কিন্তু এই অপকৌশল, ষড়যন্ত্র কি এদেশের মানুষ মেনে নেবে? এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে? কেউ মেনে নেমে না।’


বিজ্ঞাপন


ফখরুল অভিযোগ করে বলেন, ‘এখন সরকার নতুন কৌশল শুরু করেছে। আমাদের সিনিয়র নেতা যারা নির্বাচন করতে পারে তাদের বিরুদ্ধে দ্রুত সাজা দেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।’

BBB

মহাসচিব বলেন, ‘কয়দিন আগে আমাদের একজন নেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সময় পর তাকে উদ্ধার করা হয়েছে। র‌্যাবের ওপরও স্যাংশন অব্যাহত আছে। কিন্তু এখনো এই কাজগুলো করছে। কারণ এদের লক্ষ্য একটা- জনগণকে ভয় দেখাতে চায়। এবার দিনের আলোয় সিল মেরে আবারও ক্ষমতা দখল করতে চায়। কিন্তু এবার কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না।’

সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ভয় পায় এমন মন্তব্য করে তিনি দাবি করেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টা আসনও পাবে না।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আর কাল বিলম্ব না করে সংসদ বিলুপ্ত করুন। নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুন একটি নির্বাচন কমিশন গঠন করুন।’

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘মাজাভাঙা ওবায়দুল কাদের বলেন- তারেক রহমান নাকি কিছুই না। আরে যতবার তারেক রহমানের নাম নেয় ততবার বাবার নামও নেয় না ওবায়দুল কাদের। কেন নেন? তারেক রহমানকে ভয় পায়।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছে। দেশে স্বাধীনতা এনেছে জিয়াউর রহমান, গণতন্ত্র এনেছে বেগম খালেদা জিয়া। ভোটাধিকার ফিরিয়ে দেবেন তারেক রহমান।’

নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের কাউকে যদি গ্রেফতার করা হয় তাহলে থানার সামনে পরিবারের সদস্যদের, বাবা-মাকে পাঠিয়ে দেবেন। গ্রেফতারের পর জজের সামনে পাঠিয়ে দেবেন যে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যত কিছুই করুক রাজপথে ফয়সালা হবে। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। কথা দিচ্ছি, এই বয়সেও আপনাদের পাশে আছি, পাশে থাকব।’

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর