সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতাদের ছবির ‘আড়ালে’ আওয়ামী লীগের উন্নয়নচিত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

নেতাদের ছবির ‘আড়ালে’ আওয়ামী লীগের উন্নয়নচিত্র

‘শান্তি সমাবেশ’ নাম বদলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের চলমান কর্মসূচির নামকরণ করেছে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ।’ সে অনুযায়ী নেতাকর্মীরাও ব্যানার-ফেস্টুনে বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও নেতাদের ছবিতে অনেকটাই আড়াল হয়ে গেছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে যোগ দেন মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। পাশাপাশি সমাবেশে যোগ দিয়েছেন ক্ষমতাসীন দলের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও। সবমিলিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগমের সঙ্গে চোখে পড়েছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন।Assemblyসুসজ্জিত এসব প্রচার মাধ্যমে উঠে এসেছে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ আওয়ামী লীগের নানা উন্নয়নের চিত্র। তবে ব্যানার-ফেস্টুনে উন্নয়ন প্রকল্পের ছবির চাইতে বড় করে তুলে ধরা হয়েছে নেতাদের ছবি।


বিজ্ঞাপন


এদিকে, সমাবেশের জন্য মঞ্চ করা হয়েছিল দুটি পৃথক ট্রাকে। এরমধ্যে একটি মঞ্চে সমাবেশের প্রধান অতিথি ওবায়দুল কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা ওঠেন। তবে ওই ট্রাকে সাঁটানো ব্যানারে কোনো উন্নয়ন প্রকল্পের ছবি দেখা যায়নি। যদিও উন্নয়ন প্রকল্পের কিছু ছবি দিয়ে ব্যানার সাঁটানো হয় অন্য ট্রাকটিতে।

অন্যদিকে সমাবেশে নেতাকর্মীদের নিয়ে আসা এমনও ফেস্টুন চোখে পড়েছে- যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিংবা দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চাইতেও বড় করে তুলে ধরা হয়েছে ফেস্টুন প্রচারকারী নেতাদের ছবি।Assemblyএছাড়াও রং-বেরঙের ব্যানার সাঁটানো হয়েছে অর্ধশতাধিক ঘোড়ার গাড়িতেও। সেখানেও উন্নয়নের চিত্র কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে ঘোড়ার গাড়ির বহরে উন্নয়ন চিত্রের চাইতে প্রচারকারীই যেন বেশি নজরে আসছেন। পাশাপাশি ঢাকা-২ আসন থেকে বেশকিছু ভ্যানগাড়িকে সুসজ্জিত করে সমাবেশে নিয়ে আসা হয়েছে। তবে সে সাজে জায়গা পায়নি সরকারের উন্নয়ন।

যদিও কিছু ব্যানার তৈরি করা হয়েছে উন্নয়ন প্রকল্পের ছবির উপর। প্রকল্পের ছবি উপর নেতাদের ছবি ও লেখা থাকার কারণে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় প্রকল্পগুলো সেভাবে নজরে আসছে না। আবার এর বিপরীতও দেখা গেছে। যাত্রাবাড়ী থানা ও নিউমার্কেট থানা এলাকা থেকে আগত মিছিলে স্থানীয় নেতাদের ছবির পাশাপাশি উন্নয়ন প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হয়েছে।Assemblyব্যানার-ফেস্টুন নিজেদের ছবি দিয়ে সয়লাবের চিত্র নতুন কিছু নয়। এ নিয়ে ২০১৫ সালে একটি নির্দেশও জারি করেছিল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা এক চিঠিতে বলা হয়েছিল, ‘আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে; যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি থাকছে। অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে। যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত অন্য কারও ছবি থাকলে সেই সব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলানোর জন্য সারা বাংলাদেশে আপনার সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ প্রদানের আহ্বান জানানো হলো।’Assemblyএরপর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়িত্ব গ্রহণ করার পর তিনিও বারবার এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশেও নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের ব্যানার-ফেস্টুনে নিজেদের ছবি এড়িয়ে যাওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় ‘শান্তি সমাবেশ’ নাম পরিবর্তন করে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ নামকরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি সমাবেশে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরার আহ্বান জানান।


বিজ্ঞাপন


কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর