শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

পাইলস বা অর্শরোগের ঘরোয়া প্রতিকার

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম 
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

পাইলস বা অর্শরোগের ঘরোয়া প্রতিকার

বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা পাইলস বা হেমোরয়েডের লক্ষণগুলো উপশম করতে সাহায্য করতে পারে। তার মধ্যে-

সিটজ বাথ বা হিপ বাথ: ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটি গামলায় কুসুম গরম পানি নিয়ে সাথে দুই চামচ লবণ বা পোভিডোন আয়োডিন মিশিয়ে আক্রান্ত স্থান ডুবিয়ে বসলে ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করবে। এই কাজটি দিনে ৩ বেলা এবং প্রতিবার পায়খানা করার পর করতে হয়।


বিজ্ঞাপন


কোল্ড কম্প্রেস: আক্রান্ত স্থানে কোল্ড কম্প্রেস বা বরফের টুকরো চেপে ধরলে বা আইসপ্যাক লাগালে ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করতে পারে।

ফাইবার: ফাইবার অর্থাৎ শাক সবজি জাতীয় খাবার খাওয়া কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে, ফলে পায়ুপথে প্রদাহ কমে আসে। একই সাথে গরু ও খাসির মাংস খাওয়া বাদ দিতে হবে, কারণ এগুলো কষা বাড়ায়।

হাইড্রেশন: প্রচুর পরিমাণে পানি পান করা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং মলকে নরম রাখতে সাহায্য করবে।

ওভার-দ্য-কাউন্টার ক্রিম এবং মলম: ফার্মেসি থেকে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই অনেক ওষুধ পাওয়া যায়। সেসব ওষুধ অর্শ্বরোগের সাথে সম্পর্কিত চুলকানি, জ্বালাপোড়া এবং ব্যথা থেকে সাময়িক উপশম দিতে পারে।


বিজ্ঞাপন


এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই প্রতিকারগুলো অস্থায়ী আরাম প্রদান করতে পারে, কিন্তু তারা পাইলস নিরাময় করবে না। লক্ষণগুলো অব্যাহত থাকলে বা অবস্থা বেশি খারাপ হলে, একজন বিএমডিসি রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের সাথে পরামর্শ করুন।

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম
এমবিবিএস, এপিএইচ (কোর্স);
এক্স-সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন কোভিড-১৯ ল্যাব;
ডাইরেক্টর, ডক্টরি ডিজিটাল হসপিটাল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর