বর্তমান সময়ে আদালত পাড়ায় চেক, যৌতুক, মাদক ও পারিবারিক ঝামেলা নিয়ে বেশি বেশি মামলা হচ্ছে। মানুষ ঘুরে ফিরে এসব অপরাধে বেশি জড়াচ্ছেন।
এগুলোর মধ্যে বর্তমানে চেকের মামলাটি বেশ গুরুত্বপূর্ণ। চেকে লেনদেন নিয়ে ইদানিং ঝামেলা বেশি হচ্ছে। চেক কি ও কেন, ডিস অনার কি ও কখন হয়, চেকের মামলায় জিততে হলে কোন কোন উপাদান থাকা জরুরি, কতদিনের মধ্যে মামলা করবেন, মামলা করার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি।
বিজ্ঞাপন
আজকে আমরা জানবো কি কারণে চেক ডিজঅনারের মামলা করা যায় না। না করা গেলে বিকল্প উপায় কি। চেকের মামলায় শেষ পর্যন্ত বাদি প্রতিকার পায কী না, পেলেও কতটুকু পায় ইত্যাদি বিষয়।
চেকের মামলায় জিততে হলে নিম্নের উপাদানগুলো থাকতেই হবে।
# ব্যাংক হিসাবটি চেক ইস্যুকারীর হতে হবে।
# চেকের স্বাক্ষর অ্যাকাউন্ট হোল্ডারের হতে হবে।
বিজ্ঞাপন
# চেকটি অপর্যাপ্ত স্থিতির কারণে ডিজঅনার হতে হবে।
# চেক প্রদানের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ডিজঅনার হতে হবে।
# ডিজঅনারের ৩০ দিনের মধ্যে নোটিশ দিতে হবে।
# নোটিশ প্রাপ্তির ৩০ দিন পর মামলা করতে হবে।
যেসব বিষয় না থাকলে চেকের মামলায় প্রতিকার পাওয়া যায় না:
# যেদিন দাতা চেক ইস্যু করল সেদিন থেকে ৬ মাস পর cheque Bank এ উপস্থাপন করে মামলা করলে।
# ডিজঅনারের ৩০ দিন পর নোটিশ দিয়ে মামলা করলে।
# নোটিশের মেয়াদ ৩০ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই মামলা করলে।
# Stop payment, Signature differ, Account close, ইত্যাদি অনিয়মের কারণে চেক ডিজঅনার হলে মামলা দায়ের করে কোনও প্রতিকার পাওয়া যায় না।
কোথায় চেকের মামলা দায়ের করতে হয়
যে ব্যাংকের চেক অর্থাৎ যে ব্যাংকে Cheque Dishonour হয়েছে সেই ব্যাংক যে বিজ্ঞ chief Juricial Magistrate বা Chief Metropolitan Magistrate এলাকায় অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে।
কিন্তু সম্প্রতিকালে মহামান্য সুপ্রিম কোর্ট একটি মামলায় সিদ্ধান্ত দিয়েছেন, যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যাংকে চেক ডিজঅনার হয়েছে। যে জেলা থেকে আইনগত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে স্থানে বাদী বা পাওনাদার বসবাস করে। এমন আঞ্চলিক অধিক্ষেত্রের (Teritorial Jurisdiction) যে কোনও একটি চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে Cheque Dishonour এর প্রতিকার চেয়ে মামলা দায়ের করতে হবে।
Cheque Dishonour এর মামলার শাস্তি কী
এন আই অ্যাক্ট ১৮৮১ এর সর্বশেষ সংশোধনী মোতাবেক চেক ডিজঅনার মামলা দায়ের করে চেকে উল্লেখিত টাকার ৩ গুণ জরিমানা এবং ১ বছরের কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।
লেখক: সদস্য, ঢাকা ও সিরাজগঞ্জ বার