সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সময়ের সদ্ব্যবহার

মো. আমিনুর রহমান
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

সময়ের সদ্ব্যবহার

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় খুবই গুরুত্বপূর্ণ, একবার চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না। কোরআন ও সুন্নাহ সময়কে মূল্যবান হিসেবে উল্লেখ করেছে, সময়কে সঠিক ভাবে ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। সূরা আল-আসর এ বলা হয়েছে, "কালের শপথ (১) মানুষ অবশ্যই বড় ক্ষতির মধ্যে (নিমজ্জিত) আছে, (২) এখানে কাল অর্থ অতীত কাল এবং চলমান বর্তমান কালকেও বুঝানো হয়েছে। জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের প্রতি (সময় থাকতেই) গুরুত্ব প্রদান করো- বার্ধক্য আসার আগে যৌবনের, রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার, দারিদ্র্য আসার আগে সচ্ছলতার, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের, মৃত্যু আসার আগে জীবনের।" মুয়াজ বিন জাবাল (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "পুনরুত্থান দিবসে কোনও বান্দা চারটি বিষয়ের জবাব প্রদান ছাড়া এক পাও এগোতে পারবে না। সেগুলো হলো- তার জীবন এবং সে তা কীভাবে পরিচালনা করছে, তার যৌবন এবং সে এটা কীভাবে ব্যবহার করছে, তার সম্পদ এবং সে এটা কীভাবে অর্জন করেছে ও ব্যয় করেছে এবং তার জ্ঞান ও সেটি কীভাবে সদ্ব্যবহার করেছে।" এ হাদিস দুটোতে মূলত সময়ের গুরুত্ব ও ব্যবহারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুটি নিয়ামত আছে যা মানুষ নষ্ট করতে পারে। সেগুলো হচ্ছে স্বাস্থ্য এবং ভাল কাজ করার জন্য অবসর সময়" (বুখারি)। আমরা প্রতিদিন ১৪৪০ মিনিট ও ৮৬৪০০ সেকেন্ড সময় নিয়ামত হিসেবে পাই। ইসলাম সময়ের প্রতি যত্ন নিতে, সময় নষ্ট না করতে উৎসাহ দিয়েছে। সময়ই জীবন। হাসান বসরি রা. একজন তাবেইন ছিলেন। তিনি বলেন, "ওহ! আদম সন্তান। কিছু শ্বাস প্রশ্বাস ছাড়া তুমি কিছুই না। একবার এটা চলে গেলে আর ফিরে আসে না"। এ জন্য খ্যাতিমান রুশ ঔপন্যাসিক Leo Tolstoy বলেছেন, "The two most powerful warriors are patience and time." আমরা কিছু ক্রয় করতে চাইলে টাকার দরকার হয়। আর জীবনে কিছু করতে চাইলেও সময়ের এর দরকার হয়। আমরা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছি, নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবো এবং নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবো।

সময়ের গুরুত্বের কারণে আল্লাহ বিভিন্ন স্থানে সময়ের শপথ করেছেন, যাতে করে আমরা সময়ের গুরুত্ব ও মূল্যের দিকে নজর দেই। আল্লাহ বলেন, "রাত্রির শপথ যখন উহা আচ্ছন্ন করিয়া লয়। শপথ দিনের যখন উহা উজ্জ্বল উদ্ভাসিত হইয়া উঠে"- (সূরা আল লাইল- ১-২)। "শপথ উজ্জ্বল দিনের এবং রাত্রির যখন উহা প্রশান্তির সহিত আচ্ছন্ন হইয়া যায়" - (সূরা আদ দোহা, আয়াত ১-২)। "শপথ ফজরের, দশ রাত্রের" - (সূরা আল ফজর, আয়াত ১-২)। ইসলামের ইবাদতসমূহ দিনের নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত এবং এগুলো নির্দিষ্ট সময়েই সম্পন্ন করতে হয়। একদিন রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করা হলো "আল্লাহর নিকট সবচেয়ে ভাল ইবাদত কোনটি। তিনি বললেন, সময়মত নামাজ পড়া"। তিনি কত রাকায়াত নামাজ পড়তে হবে তা না বলে বরং নামাজের সময়কে উল্লেখ করলেন। এভাবে বলা হয়েছে, "তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ভাঙবে"। হজও নির্দিষ্ট সময়ে করতে হয়। কোরআনে বলা হয়েছে, "হজের মাসগুলো সুবেদিত, সবার জ্ঞাত" (সূরা আল বাকারা, আয়াত: ১৯৭)।


বিজ্ঞাপন


আমরা জানি সময়ের কিছু চরিত্র আছে- Time passes quickly, Time that passes can never return, Time that passes can not be compensated, Time is most precious thing that man possess. বলা হয়- "Yesterday is history, tomorrow is mystery, today is a gift, that is why its called the present." আমরা কত বছর বেঁচে আছি তার উপর নয় বরং আমরা কি কি ভাল কাজ করব তার উপরই আমাদের বিচার নির্ভর করবে। আমরা কখন মরবো তা কি আমরা জানি? ফলে আমাদের সব সময় ভাল কাজ করতে হবে। একজন ধার্মিক ব্যক্তি সময়ের মূল্য দেবে। যদি তা না দেয়, বুঝতে হবে তিনি যথেষ্ট ধার্মিক নয়। সময়কে যদি দক্ষতার সাথে ভাল কাজের জন্য ব্যয় না করা হয় তবে তা অবশ্যই কিছু খারাপ কাজে ব্যয় হবেই, যা আমাদের জন্য ক্ষতিকর। সময় নষ্ট বা ধ্বংস করা সম্পদ ধ্বংসের চেয়ে মারাত্মক। কারণ, সময়কে compensate করা যায় না। আমেরিকান লেখক ও বক্তা Jim Rohn, সত্যিই বলেছেন "Time is more valueable than money, you can get more money, but you cannot get more time." ইমাম বাকীর (রা:) দুনিয়ায় অলসতার পরিণতি সম্পর্কে সাবধান করেছেন। তিনি বলেন, "আমি দুনিয়ার কর্মকান্ডে যে অলস তাকে ঘৃণা করি এবং যে দুনিয়ার কর্মকান্ডে অলস তাকে আখিরাতের কর্মকান্ডেও অলসতার সম্মুখীন হতে হবে" - (আল-কাফী)। জীবনের ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) এর জীবন এক্ষেত্রে একটি দৃষ্টান্ত। তিনি বলেন, "আমি আমার সময়কে ৩ টি সমান ভাবে ভাগ করে নেই। এক অংশ ইবাদত বন্দেগীর জন্য, কিছু অংশ পারিবারিক কর্মকান্ডের জন্য এবং শেষ অংশ আবার দুই ভাগে ভাগ করি, যার এক অংশ সামাজিক কর্মকান্ডে এবং অন্য অংশ অবসরের এর জন্য।"

যারা সময়ের সঠিক ব্যবহার করেনা তারা জালেম। জাহান্নামের আগুন যখন গ্রাস করবে তখন সেখানে তারা চিৎকার করে বলবে, "হে আমাদের রব! আমাদিগকে এখান থেকে বাহির করিয়া লও যেন আমরা নেক আমল করি, সেই আমল হইতে ভিন্নতর যেমন পূর্বে করিতেছিলাম। (তাহাদিগকে জবাব দেয়া হইবে) আমরা কি তোমাদিগকে দুনিয়ায় দীর্ঘ জীবন দান করি নাই। যাহাতে কেহ শিক্ষা গ্রহণ করিতে চাইলে শিক্ষা গ্রহণ করিতে পারিত? আর তোমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল। এখন স্বাদ গ্রহণ কর। এখানে জালেমদের কোন সাহায্যকারী নাই।" (সূরা ফাতের, আয়াত: ৩৭)।

সময় সচেতনতা ও ব্যবহারের দিক থেকে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন পথিকৃৎ। ওমর ইবনুল খাত্তাব (রা.) এর সময়ের গুরুত্ব সম্পর্কে বিখ্যাত উক্তি হচ্ছে তিনি বলেন, "আমি কিভাবে ঘুমবো। আমি যদি রাতে ঘুমাই তাহলে আমি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করতে পারব না এবং যদি দিনে ঘুমাই তাহলে মানুষের প্রতি দায়িত্বপালন করতে পারব না।" ইবনে আকীল ৮০০ খন্ডের বই লিখেছেন। এত খন্ডের বই খুব কমই লেখা হয়েছে। তিনি যখন ৮০ বছরের বৃদ্ধ তখন বললেন, "আল্লাহর ইচ্ছায় আমি এখনও ২০ বছর বয়সের মতই শক্তিশালী। সত্যি বলতে কি, আমি তোমাদের মত খাই না। তাকে জিজ্ঞাস করা হলো আপনি কি খান? উত্তরে তিনি বললেন, আমি কিছু রুটি পানিতে ভিজাই এবং দ্রুত গিলে ফেলি। কারণ ভিজানো খাদ্য বেশি চিবানোর দরকার হয় না। ফলে এর জন্য সময় কম লাগে।" তিনি খাদ্য চিবানর জন্য সময় ব্যয় করতেও ইচ্ছুক ছিলেন না। বিখ্যাত বিজ্ঞানী আবু ইউসুফ (র.), ইমাম আবু হানিফা (র.) এর ছাত্র ছিলেন; তিনি মৃত্যু সজ্জায় শায়িত, খুবই দুর্বল। তিনি জেগে গেলেন, তার ছাত্রকে ডাকলেন এবং বললেন, এসো শরীয়ার উপর আলোচনা করি। তিনি ছাত্রকে জিজ্ঞাস করলেন, তুমি কী চিন্তা করেছো? হজ পালনের উৎকৃষ্ট পস্থা কী হবে? পায়ে হেঁটে, না ঘোড়ায় চড়ে? আবু ইউসুফ (র:) এর ছাত্র হতভম্ব হলেন। বললেন, শিক্ষক এখন এটার জন্য উত্তম সময় নয়। আবু ইউসুফ (র.) কিছুটা রুষ্ট হলেন এবং বললেন, আল্লাহর কসম আমার যদি এক মুহূর্ত জীবনও বাকী থাকে তবে আমি মুসলিম উম্মার কল্যাণেই তা ব্যয় করব।" ঘড়ি আবিষ্কার একটি বিরাট বিষয় এবং ঘড়ি হাতের এমন স্থানে পরা হয় যা সহজেই দেখা যায়, ঘরের এমন স্থানে স্থাপন করা হয় যা সহজেই চোখে পড়ে। ঘড়ি শহরের গুরুত্বপূর্ণ উঁচু স্থানে স্থাপন করা হয় যা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। এগুলো সময়ের গুরুত্বকেই প্রতিনিধিত্ব করে। এক্ষেত্রে আমেরিকান ব্যবসায়ী ও কলামিস্ট Harvey Mackay এর গুরুত্বপূর্ণ উক্তি— "Time is free, but its priceless. You can't own it, but you can use it. You can't keep it, but you can spend it. Once you've lost it you can never get it back." ফলে সময়ের ক্ষেত্রে সচেতনতা দরকার।

উপলব্ধি করুন এমন একটি ব্যাংক আছে যে ব্যাংক প্রতিদিন সকালে আপনার হিসাবে ৮৬৪০০ টাকা জমা করে। উক্ত হিসেবে দিন শেষে কোনও স্থিতি থাকে না। সন্ধ্যা পর্যন্ত যে যতটুকু ব্যবহার করতে পারবেন না ততটুকু টাকা বাতিল হয়ে যাবে। এরূপ অবস্থায় আপনি কি করবেন? নিশ্চয় সন্ধ্যার পূর্বেই সব টাকাই উত্তোলন করবেন। তেমনি প্রতিদিন আমার জীবনের হিসাবে ৮৬৪০০ সেকেন্ড জমা করা হচ্ছে এবং প্রতি মুহূর্তে তা দ্রুত আমার থেকে চলে যাচ্ছে। যারা এর ব্যবহার করতে পারছেন তারা উপকৃত হচ্ছে। আর যারা পারছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। The 7 Habits of Highly Effective People বই এর লেখক Stephen R. Covey যথার্থই বলেছেন, "The key is in not spending time, but in investing it." মনে রাখতে হবে, "The future starts today, not tomorrow".


বিজ্ঞাপন


সময় আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। আখিরাতের মুক্তি ও দুনিয়ায় উন্নতি করতে হলে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ করা, সময় অপচয় বন্ধ করা এবং সময়ের ভারসাম্যপূর্ণ ব্যবহার মুসলমানদের নৈতিক দায়িত্ব।

লেখক: সিনিয়র ব্যাংকার, দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকে কর্মরত।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর