বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

সুবিধাবঞ্চিতদের ইফতার সামগ্রী দিল মাতৃছায়া একতা সংঘে

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ০১:২০ পিএম

শেয়ার করুন:

সুবিধাবঞ্চিতদের ইফতার সামগ্রী দিল মাতৃছায়া একতা সংঘে

পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিক সংগঠন ‘মাতৃছায়া একতা সংঘে’র উদ্যোগে ১০টি গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা, দুর্গাপুর ইউনিয়ন ও নিশ্চিন্তপুর ইউনিয়নের মোট ১০টি গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সংগঠনটির প্রতিষ্ঠাতা আল আমিন ফরাজি বলেন, সমাজের সকল বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

তিনি সকল বিত্তবানদের প্রতি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানান।

আল আমিন জানান, তার সংগঠনের সদস্যরা অনেক সম্পদশালী নন, তবে তারা অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অল্প অল্প করে টাকা জমান। অসহায় মানুষদের পাশে দাড়ানোর প্রচেষ্টা নিজেদের দায়িত্ব বলে মনে করে সংগঠনটি।


বিজ্ঞাপন


অরাজনৈতিক এই সংগঠনটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। এই সংগঠনটি প্রতি বছর মতলব উত্তরে বেশ কয়েকটি মাদ্রাসায় শীতবস্ত্র প্রধান, মসজিদ নির্মাণে সিমেন্ট প্রদান, করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় বৈদ্যুতিক পাখা সরবরাহ, নারীদের কর্মক্ষম করে তুলতে সেলাই মেশিন, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার, শিশুদের খেলাধুলার সরঞ্জামাদি দিয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণ রয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর