গত দশ বছর শিক্ষকতা করে যা আয় করেছেন, তার চেয়ে বেশি আয় করেছেন শুধুমাত্র একটি ভিডিও তৈরি করে।
টিকটক ভিডিওটি থেকে তার ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় হয়েছে। এই কাণ্ডটি ঘটিয়েছেন চীনের একজন কিন্ডারগার্টেন শিক্ষিকা। এমনকি টিকটক ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিয়েছেন ওই শিক্ষিকা। খবর স্ট্রেইট টাইমসের
বিজ্ঞাপন
জানা গেছে, হুবেই প্রদেশের ওই মহিলা শিক্ষিকার ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়। শিক্ষার্থীদের শেখানো ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান।
ওই শিক্ষিকার সুর করে পড়া ছড়ার একটি ক্লিপ ১০ কোটির বেশি ভিউ হয়েছে। এরপর টিকটকে তার ৪.৩ মিলিয়নের বেশি ফলোয়ার হয়।
মে মাসের শুরুতে হুয়াং ফলোয়ারদের অনুরোধে প্রথম নার্সারি ছড়া লাইভস্ট্রিম করতে রাজি হন। ওই সেশনে তিনি ৪ লাখ থেকে ৫ লাখ ইউয়ান আয় করেন। তিনি বলেছেন, ‘একদিন লাইভ স্ট্রিম করে ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় করেছি। সবাইকে ধন্যবাদ।’
একে