শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘আরাম লন, গরমে আরাম একশ টাকায়!’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১১:৩১ এএম

শেয়ার করুন:

‘আরাম লন, গরমে আরাম একশ টাকায়!’
প্রতীকী ছবি

ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে আসলো অদূরে কোথাও মাইকে বলছে— ‘আরাম লন, আরাম লন, গরমে আরাম একশ টাকায়!...’ প্রথম শুনে মনে হবে তারা আরাম নামের কিছু একটা বিক্রি করছেন। এই গরমে একটু আরাম হলে মন্দ কী! তাও যদি একশ টাকায় পাওয়া যায়! কিন্তু এই আরাম বলতে তারা কোন আরামের কথা বলছেন সেটাও একটু দেখে আসা দরকার। 

কাছে গিয়ে দেখা গেল একটি ভ্যানে ছোট্ট একটি লাউড স্পিকারে বাজছে রেকর্ডেড ওই কথাগুলো— ‘আরাম লন, গরমে আরাম’... কথা বলে জানা গেল তারা আসলে টি-শার্ট বিক্রি করছেন। যেগুলোর দাম একশ’ টাকা করে। দোকানি জানালেন, গরমে বাসা-বাড়িতে পরার জন্য এসব টিশার্ট বেশ আরামদায়ক তাই ‘গরমে আরাম’ বলা হচ্ছে।  


বিজ্ঞাপন


রাজধানী শহর ঢাকায় আরও বিভিন্ন ধরণের ‘আরাম বিক্রেতা’ রয়েছেন। যারা আসলে মধবিত্ত-নিম্নমধ্যবিত্তসহ নানা শ্রেণী-পেশার মানুষের জন্য কিছুটা উপকারীও। গরমে রাস্তায় ক্লান্ত পথিকের জন্য লেবুর শরবত, পিস পিস করে কেটে রাখা তরমুজ, পেপে, পেয়ারা এবং আনারসসহ বিভিন্ন ফল বা ফল বিক্রেতারাও এক ধরণের আরাম বিক্রেতা। তুলনামূলক কম দামে ফুটপাথেই এসব কিনতে পাওয়া যায় বলে অনেকের কাছেই এগুলো সহজলভ্য এবং স্বস্তিদায়ক।

আরেক শ্রেণীর মানুষ আছেন যারা বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টাকার বিনিময়ে মানুষের কান পরিষ্কার করেন। এটি কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর সেই প্রশ্নটি বাদ দিলে একটি বিশেষ বিষয় এখানে আছে। তা হলো এদের কাছ থেকে কান পরিষ্কার করিয়ে নিতে কিন্তু আলাদা একটা মজা পান অনেকে। সেই অর্থে, তারাও আরাম বিক্রেতা।

জামাকাপড় বিক্রেতাদেরও এক শ্রেনী আছেন যারা অনেকের কাছেই আরাম বিক্রেতা। কারণ শহরে যেসব বড় শপিং মল বা দোকানপাট আছে সেসবগুলো থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জামা-জুতো বা অন্যান্য অনেক জিনিসই কেনার সামর্থ্য থাকে না অনেকে। তাই তারা কেনাকাটার জন্য বেছে নেন ফুটপাতের দোকানগুলো। এসব দোকানে প্রায় সব ধরণের জিনিসপত্রই কিনতে যাওয়া যায় বড় দোকানগুলো থেকে তুলনামূলক কম দামে। 

শুরুতেই যে একশ’ টাকার টি-শার্টের কথা বলা হলো সেটা যে একেবারে নিম্নমানের ছিল তাও নয়। এমন অনেক দোকানই রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। যেগুলো থেকে কেনাকাটা করা অনেকের জন্যই স্বস্তিদায়ক। সামর্থ্যের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারাটা আরামই তো!


বিজ্ঞাপন


এএ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর