মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরলেন বৃদ্ধ যাত্রী, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরলেন বৃদ্ধ যাত্রী, অতঃপর..

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে অবভ্যতার ঘটনা ঘটল। ব্যাংকক থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এক এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরেন এক বৃদ্ধ যাত্রী।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সহযাত্রীদের সঙ্গেও অভব্যতার অভিযোগ উঠেছে ৬২ বছর বয়সি এক সুইডিশ নাগরিকের বিরুদ্ধে। মুম্বাই নামার পর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুইডেনের ওই নাগরিককে জামিন দিয়েছে।


বিজ্ঞাপন


ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, মাঝ আকাশে ওই ব্যক্তি প্রথমে বছর ২৪ বছরের এক এয়ার হোস্টেসের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। সিট ছেড়ে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। পাশেরর যাত্রীরা বাধা দিলে তাদেরও মারতে উদ্যত হন।

এক প্রত্যক্ষদর্শী যাত্রী বলেছেন, ‘বাস বা ট্রেন হলে পরের স্টপেজেই নামিয়ে দেওয়া হতো। কিন্তু বিমানে তো সেই সুযোগ নেই। তাই অভব্যতা সইতে হয়েছে।’ 

জানা গেছে, বিমানের মধ্যে তারস্বরে চিৎকার করে হইচই বাঁধিয়ে দেন ওই সুইডিশ। ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি এশিয়ার বিভিন্ন দেশে বেড়াতে এসেছেন।

সম্প্রতি ভারতীয় আরেক বিমানে প্রস্রাব কাণ্ড আলোচনার জন্ম দেয়। এরপর একাধিক এমন ঘটনা সামনে এসেছে।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর