রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বইমেলায় প্রিয়তির ‘ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

বইমেলায় প্রিয়তির ‘ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়’

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে ফারহানা নাজনীন প্রিয়তির কবিতার একটি নতুন বই এসেছে। বইটির নাম ‘ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়’। বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন আবরার লিখন। বইমেলার ৯৯, ১০০, ১০১ নং স্টলে পাওয়া যাচ্ছে এ বই।

বই প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘জীবনের গল্পগুলো আসলেই সুন্দর। তারপরও অসুন্দর অনেক গল্পের অবতারণা হয়। মন খারাপ লাগে। দুঃখ পাই। চোখ ভিজে যায়। একটা সময় বুঝতে পারি সেই অসুন্দরের অবতারণা মূলত জীবনের সৌন্দর্যটাকে আরোও গভীরভাবে উপলব্ধি করায়। অন্যের দুঃখ কষ্টগুলো আমরা লালন করি। নিজের গল্পগুলো আড়ালেই থেকে যায়। সেসব মন খারাপ করা দুঃখের গল্পগুলো বলা হলেও অগোচরে জল গড়ানো ভেজা চোখ কখনও দেখাইনি তোমায়।’


বিজ্ঞাপন


গতকাল ২১ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ কাব্যগ্রন্থে রয়েছে ৭০টি কবিতা। প্রতিটি কবিতায় স্পষ্ট হয়ে উঠেছে জীবনের গল্প, ভালোবাসার গল্প ও কষ্ট গোপন করার গল্প।

আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত প্রিয়তি। সামাজিক মাধ্যমে মনের কথাগুলো প্রকাশ করতেন কবিতার ভাষায়। ফলে নেট দুনিয়ায় তার অনুরাগী তৈরি হতে খুব একটা সময় লাগেনি। গত বইমেলায় এসেছিল তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিষণ্ণ ভায়োলিন’। বেশ সাড়া ফেলেছিল সে বই। তারই ধারাবাহিকতায় এবার কবি নিয়ে এসেছেন দ্বিতীয় কাব্যগ্রন্থটি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর