শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

মেলায় সরকার স্বপনের নতুন বই ‘অরোরা আবীর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পিএম

শেয়ার করুন:

মেলায় সরকার স্বপনের নতুন বই ‘অরোরা আবীর’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি সরকার স্বপনের নতুন বই ‘অরোরা আবীর।’ এটি তার চতুর্থ কাব্যগ্রন্থ। পাওয়া যাচ্ছে মেলার ২১২-২১৩ নম্বর (বাংলার প্রকাশন) স্টলে। 

২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয় সরকার স্বপনের প্রথম কাব্যগ্রন্থ ‘ফিনিক্সের ডানা।’ এরপর একে একে পাঠপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে কবির লেখা আরও দুটি বই ‘রাতের রুমালে তোমার ঘ্রাণ’ ও ‘দহনমুক্তির সাধ।’


বিজ্ঞাপন


কবি জানান, এবারের বইটি সাজানো হয়েছে জীবনমুখী কবিতা দিয়ে। ‘ফিনিক্সের ডানা’ ও ‘দহনমুক্তির সাধ’ বই দুটিও জীবনমুখী কবিতা দিয়ে সাজানো হয়। তবে ‘রাতের রুমালে তোমার ঘ্রাণ’ বইটি ছিল রোমান্টিক ঘরানার। 

‘অরোরা আবীর’ সম্পর্কে বলতে গিয়ে কবি বলেন, ‘হাজারও রঙে রঙ্গিন হয় জীবনের প্রতিটি ক্ষণ। আর সেই প্রবাহ মানুষ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সবকিছুকেই প্রভাবিত করে। তাই তো মানুষের মানবিকতা, বিবেক, মনুষ্যত্ব, মহানুভবতা যেমনটা সময় সমাজ পৃথিবীকে আলোকিত করে, তেমনি মানুষের অমানবিকতা, দৈন্যতা, প্রতিহিংসা সময় সমাজ পৃথিবীকে ছেয়ে ফেলে হতাশায়, অন্ধকারে।’  

‘সূর্যালোকহীন মেরুর আকাশে অরোরা যেমন আবীর ছড়ায়, নানান রঙের আবহ তৈরি করে, তেমনি কিছু কথা, কাব্যমালা— কবিতার রঙে আশাবাদী করে সমাজ সংসার আর এই মহাবিশ্বকে। নৈরাশ্যের বিপরীতে আশার আলোর আবীর দিয়ে সাজানো কবিতার পসরা এই বইটি।’

/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর