শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

মাছ বৃষ্টির ঘটনা আসলে কী?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

মাছ বৃষ্টির ঘটনা আসলে কী?
ছবি: সংগৃহীত

মাছ বৃষ্টির ঘটনা অবিশ্বাস্য মনে হলেও মাঝেমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হতে দেখা যায়। বিস্ময়কর এ ঘটনা যারা নিজের চোখে দেখেছেন তারা বিশ্বাস করলেও, যারা বাস্তবে দেখেননি তারা অনেকেই বিশ্বাস করতে চান না। বৃষ্টির সঙ্গে মাছ, ব্যাঙ এমকি কাঁকড়াও পড়ছে বলে খবরে জানা যায়। 

বিভিন্ন সময়েই বিভিন্ন দেশ থেকে এমন ঘটনার খবর পাওয়া গেছে। ২০২১ সালে আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরে এমনই এক ঘটনা ঘটেছে। ওই শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পায়। শহরবাসী বাইরে বের হয়ে দেখেন, আকাশ থেকে শত শত মাছ পড়ছে। মাছের সঙ্গে আছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও। পরে টেক্সারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ২০২১ তার ঝুলি থেকে যেসব কৌশল বের করেছে মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। প্রাণী বৃষ্টি তখনই হয়, যখন কোনো জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূ-পৃষ্ঠের ওপরে উঠে যায়। পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই পড়তে শুরু করে।


বিজ্ঞাপন


২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার অরভিলে এমন ঘটনা ঘটেছিল। ওই সময় অরভিলের একটি এলিমেন্টারি স্কুল ভবনের ছাদ ও মাঠে মাছের বৃষ্টি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় স্কুলের মাঠে ও ছাদে শতাধিক মাছ পাওয়া গিয়েছিল। সিঙ্গাপুরে ১৮৬১ সালের ফেব্রুয়ারিতে মাছ বৃষ্টি হয়। ওই বছরই প্রথম সবার নজর কাড়ে বিষ্ময়কর এই ঘটনা। 
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে ১৮৭৩ সালে ব্যাঙ বৃষ্টি হয়েছিল। ২০০৯ সালে বৃষ্টির সঙ্গে মাটিতে পড়েছিল ব্যাঙাচি। আর ২০১০ সালে অস্ট্রেলিয়াতেও মাছ পড়েছিল। ২০১২ সালে ফিলিপাইন ও ভারতেও ঘটে মাছ বৃষ্টি। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৮-২০টি স্থানে মাছ বৃষ্টির খোঁজ মিলেছে।
কিন্তু মাছ বৃষ্টির এ ঘটনাটির ব্যাখ্যা আসলে কী? সেটাই এখন প্রশ্ন।

বিজ্ঞানীরা বলছেন, মাছ-বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছসমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে। এ সময় পানিতে থাকা ছোট ছোট মাছ, ব্যাঙসহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে ঝড়ের সঙ্গে অনেক দূরে যেতে পারে। এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকে। ঝড় ও জলঘূর্ণি থেমে গেলে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে জলজ প্রাণীগুলো।

এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর