বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

অষ্টম রাওয়া বইমেলার উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

অষ্টম রাওয়া বইমেলার উদ্বোধন করলেন সেনাপ্রধান

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে (রাওয়া) অষ্টমবারের মতো রাওয়া বইমেলা, ২০২২ এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধান ও রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহাখালীর রাওয়া কনভেনশন হলে এই বইমেলার উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


এ দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন সদস্য কর্নেল খালেদা পারভীন (অব.)। এছাড়া অন্যদের মধ্যে রাওয়া সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম (অব.), রাওয়া ভাইস চেয়ারম্যান (আর্মি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামন (অব.) এতে বক্তব্য রাখেন।

বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে এ দিন অনুষ্ঠান শেষে কবিতা, আবৃত্তি, গান, নৃত্য ও অভিনয়ের মতো নানা সাংস্কৃতিক আয়োজন ছিল। যেখানে রাওয়ার নিজস্ব শিল্পীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী চলা এই বইমেলা শেষ হবে আগামী রোববার (২৫ সেপ্টেম্বর)। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। এবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকরা ছাড়াও খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর