শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কাতার চ্যারিটির গ্যাস সিলিন্ডার পেল ৫ হাজার রোহিঙ্গা পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

কাতার চ্যারিটির গ্যাস সিলিন্ডার পেল ৫ হাজার রোহিঙ্গা পরিবার

নোয়াখালির ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে গ্যাস সিলিন্ডার বিতরণ করছে কাতার চ্যারিটি। চলতি মাসে প্রায় ৫ হাজার পরিবারকে এই গ্যাস সিলিন্ডার দেয়া হয়েছে। 

কক্সবাজার থেকে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তরের শুরু থেকেই নিয়মিতভাবে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় অন্যান্য রিলিফ সহয়তা দিচ্ছে কাতার চ্যারিটি। 


বিজ্ঞাপন


ত্রাণ সহায়তা দিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের পাশে থাকার জন্য ‘শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার’ সম্প্রতি এক চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়েছে বলে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর)  সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

qatar

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নানাবিধ সংকট মোকাবেলায় যেসব সংস্থা সাড়া দিয়েছে, তাদের মধ্যে কাতার চ্যারিটি অন্যতম। সংস্থাটির নিয়মিত ত্রাণ সহায়তা ভাসানচরে সরকারের গৃহীত সামগ্রিক ত্রাণ কার্যক্রমের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। তাদের এই কার্যক্রম অন্যান্য সংস্থাকেও অসহায় শরণার্থীদের পাশে দাড়ানোর জন্য উৎসাহিত করেছে। 

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর