শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বই পড়ে সনদ পেলেন জ্ঞানবীক্ষণ পাঠাগারের সদস্যরা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

বই পড়ে সনদ পেলেন জ্ঞানবীক্ষণ পাঠাগারের সদস্যরা

হয়ে গেলো জ্ঞানবীক্ষণ পাঠাগার আয়োজিত জাতীয় গ্রন্থকেন্দ্রের বই পড়া কার্যক্রম থেকে প্রাপ্ত সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

৩ সেপ্টেম্বর রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সারমিন সুলাতানা, দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ, জ্ঞানবীক্ষণ পাঠাগারের সভাপতি সাবেরা সুলতানা এবং সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।


বিজ্ঞাপন


মুজিবশতবর্ষে শত গ্রন্থাগার এর অংশগ্রহণে জাতীয় গ্রন্থাগার কেন্দ্র আয়োজিত ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক তিন মাসব্যাপী ধারাবাহিক পাঠ কার্যক্রমে ‘ বঙ্গবন্ধুর দৈনিক ডায়রি থেকে সংকলিত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর পাঠচক্রে জ্ঞানবীক্ষণ পাঠাগারের ১০ জন সদস্য অংশগ্রহণ করে। 

২০২১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত পাঠচক্রে স্কুল, কলেজ ও স্নাতক পর্যায়ে জ্ঞানবীক্ষণ পাঠাগারের মোট ১০ জন সদস্য অংশগ্রহণ করে এবং সাফল্যের সঙ্গে সার্টিফিকেট প্রাপ্ত হয়।     

এই অনুষ্ঠানে উপস্থিতিগনের হাত থেকে জাতীয় গ্রন্থাগার থেকে প্রাপ্ত সার্টিফিকেট গ্রহণ করবেন পাঠাগারের বন্ধুরা।

জ্ঞানবীক্ষণ পাঠাগারের স্লোগান ‘মননের নন্দন চর্চা’। আমরা জ্ঞান সাধনার পাশাপাশি বাঙালি সংস্কৃতির চর্চা এবং জগতে যা কিছু ভালো এবং কল্যাণকর তার চর্চা করি। আমরা জানি, যে জাতি যত বেশি বই পড়ে , সে জাতি তত বেশি উন্নত মননের হয়, এই প্রতিপাদ্যে আমরা নিয়মিত পাঠচক্র আয়োজন করে থাকে। এছাড়া গান, নাচ, আবৃত্তি চর্চাও করে।  


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি সাবেরা সালতানা জানান, পৃথিবীতে এসেছি, পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়াই তাদের লক্ষ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক সাবিহা সুলাতানা বলেন, প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চৌকষ-বুদ্ধিমত্বা সম্পন্ন এবং আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে  তোলাই সংগঠনের উদ্দেশ্য।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর