রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুতার ফিতার কানের দুল, দাম সাড়ে ১৮ হাজার!

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

জুতার ফিতার কানের দুল, দাম সাড়ে ১৮ হাজার!

সাজগোজের ক্ষেত্রে গয়নার তালিকায় বেশিরভাগ নারীই কানের দুল রাখেন। হরেকরকম দুলে নিজেকে সাজাতে ভালোবাসেন। সম্প্রতি এক জোড়া কানের দুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর হবে নাই বা কেন? এই দুল যে জুতার ফিতা! আর তার দাম শুনলেও চোখ কপালে উঠবে আপনার। প্রায় ২০ হাজার টাকা দাম এই দুলের দাম। বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড এমনই উদ্ভট কানের দুল এনেছে বাজারে। 

সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ব্যালেনসিয়াগা এমন কানের দুল লঞ্চ করেছে। এক জোড়া জুতার ফিতা দিয়ে তৈরি বো দিয়ে এই দুল তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘শুলেস বো ইয়ার রিং’। ইতোমধ্যেই দুলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। 


বিজ্ঞাপন


earringএই দুলের বিশেষত্ব কী?

ব্যালেনসিয়াগার তথ্য অনুযায়ী, জুতার ফিতে দিয়েই এই দুল তৈরি করা হয়েছে। কালো রঙের ওপর রয়েছে সাদা হাইলাইট। প্রতিদিনের সাধারণ অবজেক্ট থেকেই তৈরি হয়েছে এই দুল। এটিই এই দুলের অন্যতম বৈশিষ্ট্য। পলিস্টার ম্যাটেরিয়াল দিয়ে বানানো দুলটি তৈরি করা হয়েছে ইতালিতে। 

কানে পরার জন্য এই দুলে সিলভার টোন মেটাল লোগো যোগ করা হয়েছে। যা দুলটিকে আরও অন্যরকম করে তুলেছে।

earringদাম কত? 


বিজ্ঞাপন


ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এই দুলের দাম ১৯৫ ইউরোপিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৫৪৮ টাকা। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন, জুতার ফিতা দিয়ে তৈরি দুলের দাম কী করে এত বেশি হতে পারে? বিখ্যাত ব্রান্ড বলে কথা! দাম এমন হতেই পারে। কেউ দুল কিনছেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে সাড়া ফেলতে ঠিকই সক্ষম হয়েছে দুল জোড়া। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর