শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রতি বছর মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়ে থাকে। এবারও এ অভিযান শুরু হয়েছে। 

৩১ জুলাই দুপুরে চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা গ্রামে বৃক্ষ রোপণের মাধ্যমে এবারের অভিযান শুরু হয়।


বিজ্ঞাপন


এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা ও খাজা এনায়েত উল্যাহ একাডেমির অধ্যক্ষ মাওলানা মো. খাজা জোবায়ের। 

treeএসময় আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রায়হান হোসেন শাকিল, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাঈদুজ্জামান সৈকত, শিক্ষার্থী সিয়াম দেওয়ান, মাহী দেওয়ান, খাজা শাহ আলম, ফরহাদ খান, তানভীর হোসেন, মোহাম্মদ হোসেন, নাফিজ দেওয়ান, নিহাদ হোসাইন, কামরুল প্রমুখ। 

বৃক্ষ রোপণের পাশাপাশি ২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে গাছেরচারা বিতরণ, পরিবেশ অন্দোলন, শিক্ষাবৃত্তি প্রদান, সাধারণজ্ঞান প্রতিযোগিতা, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর