রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফ্যাক্ট চেক

১২৫ তলা টাওয়ারের চূড়ায় ‘এমিরেটস এয়ার হোটেল’— বাস্তব নাকি কল্পনা?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

১২৫ তলা টাওয়ারের চূড়ায় ‘এমিরেটস এয়ার হোটেল’!
ভবনের ওপর এয়ারবাস দিয়ে তৈরি বিলাসবহুল হোটেলের এই ছবিটি এআই দিয়ে তৈরি। ছবি: গালফ নিউজ।

৫৮০ মিটার উচ্চতার ১২৫ তলা একটি টাওয়ারের চূড়ায় স্থাপিত পূর্ণাঙ্গ এয়ারবাস এ৩৮০—এমনই এক অবিশ্বাস্য দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। বিলাসবহুল এই তথাকথিত ‘এমিরেটস এয়ার হোটেল’ প্রকল্পের ভিডিওটি ইতোমধ্যে ৩ কোটি ৬০ লাখের বেশি ভিউ অর্জন করেছে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিও ও এর ওপর ভিত্তি করে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দুবাইয়ে প্রস্তাবিত এই প্রকল্পটির উন্নয়ন ব্যয় হতে পারে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলগুলোর একটি। দুবাইয়ের উচ্চাভিলাষী স্থাপত্য ঐতিহ্যের সঙ্গে ধারণাটি এতটাই মানানসই ছিল যে অনেকেই এটিকে বাস্তব বলে ধরে নেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।


বিজ্ঞাপন


এমিরেটসের স্পষ্ট অবস্থান

বিষয়টির সত্যতা যাচাই করতে গাল্ফ নিউজ যোগাযোগ করে এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে। এমিরেটস নিশ্চিত করেছে, ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব প্রকল্প বা পরিকল্পনার ওপর ভিত্তি করে নয়।

এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত, যেখানে তথাকথিত এমিরেটস এয়ার হোটেলের চিত্র দেখানো হয়েছে। এটি সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। এর সঙ্গে এমিরেটসের কোনো সম্পর্ক নেই।’

এয়ারলাইন্সটি আরও জানায়, প্রকল্পটি বাস্তবে নেই—এটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি একটি কনসেপ্ট ভিডিও।


বিজ্ঞাপন


ভাইরাল ভিডিওর উৎস কোথায়?

গাল্ফ নিউজের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি প্রথম পোস্ট করা হয় চলতি বছরের ২১ আগস্ট, ইনস্টাগ্রামের cypriot.ai নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—

‘কল্পনা করুন দুবাইয়ের আকাশে ভাসমান একটি ৭-তারকা হোটেল, যেখানে বিমান স্থাপত্যে রূপ নেয় এবং বিলাসিতা নতুন সংজ্ঞা পায়।’

পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে পুনরায় পোস্ট করা হয় ‘Dubai Air Hotel’ নাম ব্যবহার করে। এখান থেকেই বিভ্রান্তি আরও ছড়িয়ে পড়ে এবং একাধিক অনলাইন সংবাদমাধ্যম এটি বাস্তব প্রকল্প হিসেবে উপস্থাপন করে ফেলে।

Untitled-1

কেন মানুষ বিশ্বাস করেছিল?

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কারণে এই কল্পিত প্রকল্পটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে—

দুবাইয়ের অতীত রেকর্ড: বুর্জ খলিফা, পাম আইল্যান্ড, মরুভূমির ভেতর স্কি রিসোর্ট—অসম্ভবকে সম্ভব করার নজির

প্রকল্পের তথাকথিত বিশদ বিবরণ: উচ্চতা, তলার সংখ্যা ও ব্যয়ের উল্লেখ

স্থাপত্য ও ভ্রমণবিষয়ক ওয়েবসাইটগুলোর বিশ্লেষণধর্মী লেখা

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হলো দুবাই মেরিনার Ciel Dubai Marina, যার উচ্চতা ৩৭৭.১২৭ মিটার ও তলা ৮২টি। সেই তুলনায় ‘এমিরেটস এয়ার হোটেল’-এর দাবি আরও আকর্ষণীয় মনে হয়েছিল।

এআই কনটেন্ট ও বাস্তবতার সীমারেখা

cypriot.ai এর আগেও দুবাইকে ঘিরে একাধিক ভাইরাল এআই-নির্মিত ভিডিও প্রকাশ করেছে— বুর্জ খলিফার পাদদেশে আইস স্কেটিং রিঙ্ক, উটের আকৃতির থিয়েটার, টাইটানিক জাহাজের হোটেল, এমনকি আকাশে ফ্যাশন শো পর্যন্ত।

এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল, কতটা সহজে পরিশীলিত এআই কনটেন্ট কল্পনা ও বাস্তবতার সীমা মুছে দিতে পারে, বিশেষ করে এমন একটি শহরকে কেন্দ্র করে, যার পরিচয়ই ‘অসম্ভবকে সম্ভব করা’।

ভাইরাল ‘এমিরেটস এয়ার হোটেল’ প্রকল্পটি বাস্তব নয়—এটি শুধুই একটি কল্পনাপ্রসূত এআই ভিডিও। তবে এই ঘটনাটি ডিজিটাল যুগে তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কনটেন্ট নিয়ে সচেতন থাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল।

তথ্যসূত্র: গাল্ফ নিউজ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর