শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Bangladesh Govt Holiday 2026

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখুন।

২০২৬ সাল বাংলাদেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি ছুটি ও দিবসের দিক থেকে বিশেষভাবে সুপরিকল্পিত। ২০২৬ সাল ধর্মীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দিনগুলো সুনির্দিষ্ট তারিখে পড়েছে, যা সরকারি কর্মচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ও পেশাদার সময়সূচি পরিকল্পনার ক্ষেত্রে সহায়তা করবে। দেশের বিভিন্ন উৎসব এবং জাতীয় স্মরণীয় দিনগুলো এক নজরে দেখে নাগরিকরা তাদের ছুটি এবং কাজের পরিকল্পনা সহজেই নির্ধারণ করতে পারবেন।

ইতিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এজন্য সরকার ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন।


বিজ্ঞাপন


LEAVE

অন্যদিকে ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।

একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি পাবেন। এজন্য প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

Chuti_20251110_123850503


বিজ্ঞাপন


সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া হয়। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

আরও পড়ুন: ২০২৬ সালে যত ছুটি, একনজরে দেখে নিন তালিকা

২০২৬ সালে সব মিলিয়ে ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখুন এই লিংকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর