শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৯ নভেম্বর: কী কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ এএম

শেয়ার করুন:

২৯ নভেম্বর: কী কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজ ২৯ নভেম্বর (শনিবার), ২০২৫। নানা ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল।

ঘটনাবলি

১৫২০ - স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
 
১৫৯৬ - রাজা দ্বিতীয় ফিলিপ সেই দেশের মুদ্রা অবমূল্যায়ন করেন।
 
১৭৭৫ - স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
 
১৭৯২ - মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
 
১৮৩৯ - গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশ হয়।
 
১৮৯৭ - ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
 
১৯১০ - ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
 
১৯১৩ - যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
 
১৯১৮ - লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
 
১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
 
১৯৪৪ - আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
 
১৯৪৭ - জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
 
১৯৮৮ - প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ন জনপদ।
 
১৯৯৪ - নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মনমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
 
১৯৯৬ - সীমান্ত সমস্যা সমাধানে চীন-ভারত চুক্তি স্বাক্ষর হয়।
 
২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

এই দিনে জন্ম যেসব বিখ্যাত ব্যক্তির

১৪২৭ - ঝেংটংয়ে, চীনের রাজা।
 
১৮৭৪ - অ্যাগাস মোনেশ, পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ।
 
১৮৯৪ - বোরিস পিলনিয়াক, রুশ ঔপন্যাসিক।
 
১৯০১ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।
 
১৯১৩ - আলী সরদার জাফরি, ভারতীয় উর্দু কবি।
 
১৯৩০ - অশোক রুদ্র, বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ।
 
১৯৩২ - জ্যাক শিরাক, ফ্রান্সের প্রেসিডেন্ট।
 
১৯৩৬ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। 
 
১৯৪৪ - মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত মার্কিন অ্যানিমেটর ও লেজারশিল্পী।
 
১৯৭৩ - রায়ান গিগস, ওয়েলশ ফুটবলার।

মৃত্যুবরণ করেছিলেন যারা

১০৫৮ - ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।
 
১৬৪৩ - ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।
 
১৮১২ - হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর।
 
১৯২৪ - জিয়াকোমো পুচিনো, ইটালির মিউজিক কম্পোজার।
 
১৯৪৯ - কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, রস-সাহিত্যিক।
 
১৯৫১ - প্রমথেশ চন্দ্র বড়ুয়া, ভারতের বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক।
 
১৯৮৭ - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।
 
১৯৯৩ - জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতি।
 
২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।

তথ্যসূত্র: উইকিপিডিয়া


-এমএইচআর 

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর