শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরকারি ছুটি ২০২৬

২০২৬ সালে সরকারি ছুটি কত দিন?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

২০২৬ সালে সরকারি ছুটি কত দিন?

২০২৬ সাল আসতে এখনো অনেক দিন বাকি। এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা জানা গেছে।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি থাকবে ১৯ দিন।


বিজ্ঞাপন


প্রেস সচিব আরও জানান, ২০২৬ সালের ছুটির তালিকা উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে।

আরও পড়ুন: ২০২৬ সালের ক্যালেন্ডার

২০২৬ সালে মোট সরকারি ছুটি ২৮ দিন

২০২৬ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন। তবে এই ২৮ দিনের মধ্যে শুক্র ও শনিবার পড়ায় মূল বা কার্যকর ছুটি কমে দাঁড়াবে ১৯ দিনে।


বিজ্ঞাপন


আগের বছরের তুলনায় বেড়েছে ছুটি

গত বছর (২০২৫) সরকারি ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সেই সময় সাপ্তাহিক ছুটির কারণে কার্যকর ছুটি কমে গিয়েছিল।
তুলনামূলকভাবে ২০২৬ সালে ছুটি দুই দিন বেড়েছে, তবে কার্যকর ছুটি প্রায় সমানই থাকছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর