ইউনিভার্সিটি অব বাহরাইনে আয়োজিত ইউনেস্কো কিং হামাদ বিন ইসা আল-খলিফা পুরস্কার ফর দ্য ইউজ অব আইসিটি ইন এডুকেশন-এর ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, এইচআরএইচ প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা, ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল অড্রে আজুলে এবং বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী ও পুরস্কার বিজয়ীরা উপস্থিত ছিলেন। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে দুই দশকের বৈশ্বিক উদ্ভাবন ও সহযোগিতার এই মাইলফলক উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে করভি রাখসান্দ ছিলেন এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৬ সালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের জন্য জাগো ফাউন্ডেশন এই ইউনেস্কো কিং হামাদ বিন ইসা আল-খলিফা পুরস্কার অর্জন করেছিল। সেই সময় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে তত্কালীন ডিরেক্টর-জেনারেল ইরিনা বোকোভা করভি রাখসান্দের হাতে এই পুরস্কার তুলে দেন।
প্রতিনিধি/একেবি

