সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

ঈদে গ্রামে গিয়ে ভোগান্তি: ঘন ঘন লোডশেডিংয়ে ম্লান ঈদের আনন্দ

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

village,
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে যান গ্রামের বাড়িতে। তবে এবার ঈদের ছুটিতে গ্রামের সেই বহুল আকাঙ্ক্ষিত স্বস্তি আর প্রশান্তি ম্লান করে দেয় ঘন ঘন লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন মানুষজন, আর ঈদের আনন্দ রূপ নেয় বিরক্তিতে।

লেআড


বিজ্ঞাপন


বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলায় দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন ও পরদিন পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়া, ইলেকট্রনিক যন্ত্রপাতি অকেজো হয়ে পড়া এবং মোবাইল চার্জ না থাকায় যোগাযোগে বিঘ্ন ঘটার মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে সবাইকে।

রাজধানীর শ্যামপুরের বাসিন্দা মনিরুজ্জামান পরিবার নিয়ে মাদারীপুরের কালকিনিতে গিয়েছিলেন ঈদ উদযাপন করতে। কিন্তু তার ঈদের ছুটির আনন্দ অনেকটাই ম্লান হয়েছে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে। 

load_sheding

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ঢাকার ব্যস্ত জীবন থেকে পরিবার নিয়ে একটু প্রশান্তি পাবো ভেবে গ্রামে গিয়েছিলাম। কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে দেখি, প্রতিদিন ৮-৯ বার কারেন্ট যায়। রাতে ঘুমাতে কষ্ট, দিনে ঘরে টেকা দায়। বাচ্চারাও অতিষ্ঠ হয়ে পড়ে।’


বিজ্ঞাপন


শুধু মাদারীপুর, ফরিদপুর কিংবা শরীয়তপুর নয়, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, বরিশাল, রংপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, কুষ্টিয়াসহ অনেক জেলায় একই পরিস্থিতি ছিল। ঈদের নামাজ, অতিথি আপ্যায়ন, রান্নাবান্না এমনকি ঈদের খুশি ভাগাভাগির অনেক আয়োজন বাধাগ্রস্ত হয় বিদ্যুৎ না থাকায়।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দেশের কিছু এলাকায় গরমের তীব্রতা ও চাহিদা অনুযায়ী উৎপাদনে ঘাটতির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। তবে তারা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

gram

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। ‘বছরের সবচেয়ে খুশির দিনেও যদি ঘন ঘন বিদ্যুৎ যায় তবে তা দুঃখজনক।’ নেটিজেনরা এভাবেই লোডশেডিংয়ে ত্যাক্ত-বিরক্ত হয়ে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: ঈদে শিশুদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন? এসব বিষয়ে সতর্ক থাকুন

ঈদের ছুুটি কাটাতে যারা গ্রামে গিয়েছিলেন তাদের দাবি, অন্তত উৎসবের সময়গুলোতে যেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। কারণ ঈদের মতো দিনে পরিবার ও প্রিয়জনের সঙ্গে কিছুটা স্বস্তিতে সময় কাটানোই সবচেয়ে বড় চাওয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর