রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

World donkey day 2025

গাধা দিবস আজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

World donkey day 2025

আজ বিশ্ব গাধা দিবস। প্রতিবছর ৮ মে সারা পৃথিবীতে দিবসটি পালিত হয়ে আসছে। মানুষের জীবনে গাধার অবদানকে স্বীকৃতি দেওয়ার, তাদের চাহিদা সম্পর্কে জনসাধারণকে বোঝানোর জন্য দিনটি পালিত হয়।

আরও পড়ুন: প্রেম নিবেদন করতে লাল গোলাপ দেওয়া হয় কেন? 


বিজ্ঞাপন


২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস। এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক।

DONKEY

আমাদের জীবনে গাধা প্রাচীনকাল থেকে যে প্রভাব রেখেছে ও রাখছে তা অকল্পনীয়। বোঝা টানা থেকে শুরু করে গাধার চামড়ায় থাকা আঠা দিয়ে ওষুধ তৈরি- নানাভাবে প্রাণীটি মানুষের কেবল উপকারই করে গিয়েছে। গাধার সংখ্যা সবচেয়ে বেশি এখন চীনে। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান। সেখানে গাধার চাহিদা অনেক বেশি হলেও খুব দ্রুত এই প্রাণীটির রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা।

তাই হাসি-ঠাট্টা পাশে রেখে এই উপকারী প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু হয় বিশ্ব গাধা দিবসের। শুরুটা খুব ছোট আকারে ফেসবুকে হলেও সেটার স্বীকৃতি এখন মিলেছে বিশ্বজুড়ে। 


বিজ্ঞাপন


DONKEY2

উল্লেখ্য, গাধা অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে পারে। মাইলের পর মাইল বোঝা টেনে নেওয়া গাধা সাধারণত বাঁচে ৫০-৫৪ বছর। আর গতির দিক দিয়ে প্রতি ঘন্টায় পাড়ি দেয় প্রায় ৩১ মাইল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর