খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছে হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুল। ৩০ অক্টোবর (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্লে থেকে ক্লাস ওয়ান পড়ুয়া শিশুরা এতে অংশ নেয়। গণিতের প্রতি কোমলমতি শিশুদের আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে এই অলিম্পিয়াডের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক দুইভাবেই প্রতিযোগিতা করে অংশগ্রহণকারীরা। মৌখিক অংশকে সিলেকশন, র্যাপিড ফায়ার এবং বাজার— ৩টি ভিন্ন রাউন্ডে ভাগ করা হয়। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় এবং গণিত উৎসবে মেতে উঠে।
বিজ্ঞাপন
উৎসাহ বাড়াতে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজয়ীদের জন্যও ছিল আলাদা সার্টিফিকেট। আয়োজনটি নিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, শিশুদের গণিতের প্রতি যে ভীতি তা যেন দূর হয় এবং আনন্দের সঙ্গে যেন তারা গণিত শিখতে পারে তার জন্যই এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
স্কুলের অধ্যক্ষ নিলুফার বেগম বলেন, ‘আমাদের স্কুলের প্রতিষ্ঠাতাগণ যারা আছেন তারা প্রত্যেকেই সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কার্যক্রমে তাদের পারদর্শিতা ও অভিজ্ঞতা রয়েছে। একটি শিশু যেন ছোট থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায়ও নিজেকে আলোকিত করতে পারে সেই লক্ষ্যেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে। স্কুলটি ব্রিটিশ কারিকুলাম সাথে হিফজুল কুরআন এবং আরবি ভাষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ভেতর রয়েছ - কোডিং, আইওটি, রোবোটিক্স, কিডিটেকচার (কিডস আর্কিটেকচার) মতো অত্যাধুনিক বিষয়গুলো। যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনো শিশু যেন পিছিয়ে না থাকে সেই প্রচেষ্টায় কাজ করছে বিদ্যালয়টি।
এনএম