সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

 টমেটোর কারণে ভাঙল সংসার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

 টমেটোর কারণে ভাঙল সংসার!
ভারতে টমেটোর কারণে এক ব্যক্তির সংসার ভেঙে গেছে

ভারতের কিছু অঞ্চলে টমেটোর দাম ব্যাপক হারে বেড়েছে। এ কৃষিপণ্যটির কারণে দেশটির এক ব্যক্তির সংসারও ভেঙে গেছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শহদৌল জেলায় এই ঘটনা সংঘটিত হয়েছে।

স্ত্রীকে না জিজ্ঞাসা করে রান্নায় টমেটো ব্যবহার করেছিলেন সেখানকার এক যুবক। আর তার জেরেই বাড়ি ছেড়ে চলে যান ওই ব্যক্তির স্ত্রী!‌


বিজ্ঞাপন


জানা গেছে, সঞ্জীব বর্মণ নামের ওই যুবক অফিসে অফিসে খাবার ডেলিভারির কাজ করেন। সম্প্রতি, তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা না করেই খাবার রান্নার সময় দু’টি টমেটো ব্যবহার করেছিলেন। যার জেরে ওই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।

তিন দিন দু’জনের মধ্যে কথাও বন্ধ ছিল। এরপরই মেয়েকে নিয়ে ঘর ছাড়েন সঞ্জীবের স্ত্রী। সঞ্জীব জানান, তিনি রান্নায় টমেটো ব্যবহার করার কারণেই তার স্ত্রী রেগে যান।

সঞ্জীব বর্মণ

কেন জিজ্ঞাসা না করে এত দামি সব্জি দিয়ে রান্না করেছিলেন সঞ্জীব? এই প্রশ্ন তুলে সঞ্জীবের সঙ্গে ঝগড়া শুরু করেন তার স্ত্রী। এই নিয়ে দীর্ঘক্ষণ স্বামী–স্ত্রীর ঝগড়া চলে। 


বিজ্ঞাপন


স্ত্রী তার সঙ্গে তিন দিন কথা বলেননি বলেও জানান সঞ্জীব। এর পরেই কন্যাসন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যান সঞ্জীবের স্ত্রী। স্ত্রী–কন্যাকে খুঁজে না পেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। 

সূত্র : আজকাল

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর