শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভাটারায় পানির জন্য সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১২:১৬ এএম

শেয়ার করুন:

ভাটারায় পানির জন্য সড়ক অবরোধ

রাজধানীর ভাটারা থানার কোকাকোলা এলাকায় পানির জন্য রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। এ কারণে কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। ঢাকা মেইলকে তিনি জানান, কোকাকোলা এলাকায় বিদ্যুৎ না থাকায় লোকজন পানি পাচ্ছিল না। পরে তারা রাস্তায় এসে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবরোধের পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোকাকোলা এলাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ভালোভাবে কোন বাসাবাড়িতে পানি তোলা যাচ্ছিল না। ফলে আজ বুধবার সারাদিন অনেক বাড়িতে পানি ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত এমন অবস্থা ছিল বলে অনেক এলাকাবাসী জানান। এতে ক্ষুব্ধ হয়ে অনেকে সড়কে নেমে আসেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকায় বাড্ডা থেকে নতুনবাজার মোড় পর্যন্ত যানজট দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর