বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী উদ্ধার

দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপহৃত সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মো. আশেকুর রহমান শান্তরক্ষী বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর। 

বুধবার (৭ জুন) বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়। 


বিজ্ঞাপন


ক্ষুদে বার্তায় জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষিণ সুদানে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী সাব-ইন্সপেক্টর মো. আশেকুর রহমান গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠীর হাতে অপহৃত হন। পরে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করেন। দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সাথে নিয়মিত নিরাপত্তা টহলকালে এ ঘটনা ঘটে। সাব-ইন্সপেক্টর মো. আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি পিআইও হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের  সকল শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর