বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু: ডিএমপি কমিশনার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু: ডিএমপি কমিশনার 

পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

বুধবার (৭ জুন) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সত্যের সন্ধানে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা পুলিশকে অনেক ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন গণমাধ্যম সেই প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে প্রচার করে যাচ্ছে।

এ সময় তিনি পুলিশের তরফ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর