শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

১৫ বছর ধরে সার্কিট হাউজ মসজিদে ‘বিনামূল্যে’ ইফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

১৫ বছর ধরে সার্কিট হাউজ মসজিদে ‘বিনামূল্যে’ ইফতার

রাজধানীর কাকরাইলের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণীতে অবস্থিত সার্কিট হাউজ জামে মসজিদ। ১৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদটিতে বিনামূল্যে সাধারণ মানুষদের ইফতার করানো হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় আছে এবারের রমজানেও।

মসজিদটিতে ইফতার খেতে প্রতিদিন আসেন অনেক মানুষ। আল্লাহর সন্তুষ্টির জন্যই এমন এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


জানা যায়, প্রতিদিন বিকেলে কয়েকজন ইফতারের পসরা সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। বিধিনিষেধের কারণে করোনার দুই বছরে এমন আয়োজন করতে পারেননি কর্তৃপক্ষ। এবার করোনার প্রভাব কমে আসায় ফের মসজিদটিতে ফিরেছে ইফতারের আমেজ। আর ইফতার আয়োজন করতে পেরে খুশি কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ৮-১০ জন বড় ডালায় ইফতার সাজাতে ব্যস্ত। কি রয়েছে ইফতার আয়োজনে জানতে চাইলে আয়োজকরা জানান, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকা পেঁপে, মাল্টা, আপেল, কলা, শশা, খেজুর, জিলাপি, শরবত রয়েছে।

মসজিদ কমিটির সদস্য মো. সেলিম ঢাকা মেইলকে বলেন, পুরো আয়োজনটা আমি ব্যবস্থা করি। বাজার তদারকি, কিভাবে হবে ইত্যাদি। কমিটির অন্য সদস্যরা আমাকে সহযোগিতা করেন।

মসজিদ কমিটির আরেক সদস্য মো. তসলিম ঢাকা মেইলকে বলেন, আমরা প্রতিদিন ৩০০ উপরে মানুষের জন্য ইফতারির আয়োজন করি। প্রথম রোজায় ইফতার করেছে এখানকার বাসিন্দারা, দোকানদারসহ পথচারিরাও। সবাই একসাথে ইফতার করতে পেরে ভীষণ খুশি।


বিজ্ঞাপন


জানা গেছে মসজিদ কমিটির এই আয়োজনে প্রতিদিন ১২ হাজার বা তারও ওপর টাকা খরচ হয়। সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও।

মসজিদ মার্কেটের এক দোকানদার বলেন, সুন্দর আয়োজন। সবাই একসঙ্গে ইফতারি করার মজাই আলাদা।

রাজধানীতে অনেক মসজিদেই হয় সাধারণ মানুষের জন্য এমন আয়োজন। রোজায় একে অন্যের প্রতি এভাবেই ভালোবাসার হাত বাড়ায় সবাই।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর