সৌদির উদ্দেশ্যে হজযাত্রী নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।
রোববার (২১ মে) রাত ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২৫ জন যাত্রী নিয়ে এক্স ওয়াই ৫৪১২ ফ্লাইট ঢাকা ছাড়ে। সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটি জেদ্দায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশে হজ ফ্লাইটের মধ্য দিয়েই এই উড়োজাহাজের যাত্রা শুরু হচ্ছে। ফ্লাই নাসের ফ্লাইটে বাংলা ভাষী কেবিনক্রুরা দায়িত্ব পালন করবেন। ফ্লাইটে হজ যাত্রীদের দুবার খাবার পরিবেশন করা হবে।
ফ্লাইনাসের উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।
অনুষ্ঠানে কেক কেটে ফ্লাইটের উদ্বোধন করা হয়। হজ ফ্লাইটের জন্য এয়ারবাসের এ ৩০০ নতুন উড়োজাহাজ ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, হজ যাত্রীদের যাত্রা নিরিবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাখা হিয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের সহজেই ভিসা প্রদান করা হচ্ছে। বাংলাদেশেই তাদের ইমিগ্রেশন হচ্ছে। এতে হজ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস।
এমআইকে/এএস

