সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

এলপিজি বোতলের মূল্য সবচেয়ে বেশি বেড়েছে মার্চে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

এলপিজি বোতলের মূল্য সবচেয়ে বেশি বেড়েছে মার্চে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি বছরের মার্চে বেসরকারি পর্যায়ে এল পি গ্যাসের সিলিন্ডার প্রতি (১২ কেজি) বেড়েছে সর্বোচ্চ ১৫১ টাকা। এতে সিলিন্ডার প্রতি দাম হয়েছে ১৩৯১ টাকা। যা এ যাবৎকালে সর্বোচ্চ বৃদ্ধি। 

রোববার (৩ এপ্রিল) জাতীয় সংসদে সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী জানান, গত বছরের ১২ এপ্রিল  জারীকৃত বিইআরসি আদেশ নম্বর ২০২১/০১ এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরকারি ও বেসরকারি এলপিজি’র মূল্যহার নির্ধারণ/পুনঃনির্ধারণ করা হয়। 

উক্ত আদেশ অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড সরবরাহকৃত প্রতি ১২.৫ কেজি এলপিজি’র ভোক্তা পর্যায়ের মূল্যহার ৫৯১ টাকা নির্ধারণ করা হয়।

বিভিন্ন সময়ের মূল্য তালিকায় দেখা গেছে— ২০২১ সালের ১২ এপ্রিল ছিল-৯৭৫ টাকা, ওই সালের ২৯ এপ্রিল ছিল ৯০৬, ৩১ মে ছিল ৮৪২ টাকা, ৩০ জুন ছিল ৮৯১ টাকা, ২৯ জুলাই ছিল ৯৯৩ টাকা, ৩১ আগস্ট বেড়ে হয় ১০৩৩ টাকা, ১০ অক্টোবর বেড়ে হয় ১২৫৯ টাকা, ৪ নভেম্বর ১৩১৩ টাকা, ২ ডিসেম্বর কমে হয় ১২২৮ টাকা, ২০২২ সালে ৩ জানুয়ারি কমে হয় ১১৭৮ টাকা, ৩ ফেব্রুয়ারি বেড়ে হয় ১২৪০ টাকা এবং ৩ মার্চ সব চেয়ে বেশি ১৫১ টাকা বেড়ে হয় ১৩৯১ টাকা। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

টিএ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর