শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাড়ি সাইড না দেওয়ায় সাংবাদিককে মারধর, ভুয়া মেজর আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

গাড়ি সাইড না দেওয়ায় সাংবাদিককে মারধর, ভুয়া মেজর আটক
অভিযুক্ত সাদাত উল্লাহ অংকুর। ছবি: ঢাকা মেইল

প্রাডো গাড়িকে সাইড না দেওয়ায় মেজর পরিচয়ে সাংবাদিককে মারধরের অভিযোগে সাদাত উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি মূলত ভুয়া মেজর। মারধরের শিকার সাংবাদিকের নাম মাসুদুর রহমান। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক। ‌‌‌‌‌

আটককৃত ব্যক্তির আসল নাম সাদাত উল্লাহ অংকুর (৫৫)। তিনি হাবিব ব্যাংকে একসময় চাকরি করতেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তবে আটককৃত ব্যক্তি সেনাবাহিনীর মেজর পদে কখনও চাকরি করেননি। এটি তার ভুয়া পরিচয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। 


বিজ্ঞাপন


শুক্রবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকার ৩ নম্বর রোডের ৫ নম্বর বাসার সামনে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মাসুদুর রহমান জানান, তিনি বিকেলে তার নিজের মোটর সাইকেলটি নিয়ে ধানমন্ডি ৩ নম্বার রোড ধরে একটি কাজে যাচ্ছিলেন। ‌ এসময় তিনি সড়কটির ডান পাশ দিয়ে যাওয়ার সময় প্রোগ্রামের একটি গাড়ি এসে তার গতিরোধ করে। তিনি অপেক্ষা করতে থাকেন গাড়িটি তাকে সাইড দেবে। কিন্তু উল্টো গাড়ির মালিক নেমে তাকে গালাগালি শুরু করেন। এক পর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন যুবকসহ নেমে মাসুদুর রহমানকে মারধর করেন। ‌‌

মাসুদুর রহমান জানান, তাকে মারধরের আগে গাড়ি থেকে নেমে হামলাকারী সেই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন মেজর পরিচয় দেন। তার সাথে থাকা কয়েকজন যুবকের হাতে ওয়াকিটকি ছিল। সেই ব্যক্তি নিজেকে মেজর পরিচয় দেওয়ায় আশপাশের লোকজন তাকে হামলা থেকে রক্ষা করতে আসেননি। 

একপর্যায়ে মাসুদ বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মেজর পরিচয় দানকারী সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 


বিজ্ঞাপন


ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ দিলে মামলা হবে। আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তি ভুয়া মেজর। ‌‌তিনি এলাকায় এই পরিচয় দিয়ে দাপটের সঙ্গে চলতেন। তার কোনো এক আত্মীয় নৌবাহিনীতে চাকরি করেন। ‌সেই পরিচয় পুঁজি করে ওই ব্যক্তি এলাকায় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন। ‌ 

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর