ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে ভোগান্তির কমতি নেই। দিন দিন ভোগান্তির পরিমান বেড়েই যাচ্ছে। তবে পাসপোর্ট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে রাজধানীর আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিস উদ্বোধন হতে যাচ্ছে রোববার (৭ এপ্রিল)। এটা উদ্বোধন হলে ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে মনে করেছেন ডিএমপির ৯ থানার বাসিন্দারা।
আফতাবনগর এলাকার বাসিন্দারা জানান, তাদের এলাকার লোকজনকে পাসপোর্ট করতে হলে আগারগাঁও পাসপোর্ট অফিসে যেতে হয়। সেখানে একজন গ্রাহককে নানা ঝুট-ঝামেলা পোহাতে হয়। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী এবং তাদের স্বজনরা।
বিজ্ঞাপন
পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের ওপর থেকে মাত্রাতিরিক্ত চাপ কমানো এবং সেবা সহজ করার লক্ষ্যে রাজধানীতে একাধিক অফিস এবং আবেদন প্রক্রিয়াকরণ সেন্টার (এপিসি) স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যেই রাজধানীর আফতাবনগর এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) নামে একটি অফিস করা হয়েছে।
আপাতত আফতাবনগর মেইন রোডের ৮ নম্বর এভিনিউ, এফ ব্লক, সেকশন ২-এর ২ নম্বর ভাড়া বাড়িতে চলবে এই কার্যক্রম। এই অফিসের অধীনে থাকবে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিল থানা। ওই ৯ থানার বাসিন্দারা সেখান থেকে পাসপোর্টের সেবা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর শুরুর দিকে আফতানগর এলাকায় একটি ভবন ভাড়া নেওয়া হয়। চারতলা বিশিষ্ট ওই ভবনটিতে ইতোমধ্যে অফিসের বিভিন্ন ফ্লোরে কাউন্টার, কর্মকর্তা-কর্মচারীদের ডেস্ক এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বসানো থেকে শুরু করে প্রয়োজনীয় সাজসজ্জা শেষ হয়েছে। অফিস ভবনে সুপেয় পানি, মাতৃদুগ্ধ কর্নার ও সেবা প্রত্যাশীদের বসার ব্যবস্থা রয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, আফতাবনগরে নতুন অফিসে দৈনিক সাড়ে ৫০০ থেকে ৬০০ আবেদন জমা নেওয়ার সক্ষমতা রয়েছে।
বিজ্ঞাপন
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, উদ্বোধনের দিন থেকেই নতুন অফিসে সেবা পাওয়া যাবে। নতুন এ পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন ৫০০-৬০০ জন সেবা নিতে পারবেন।
কেআর

