শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেতা হয়ে ভাব ধরার জন্য ক্ষমতা নয়: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

নেতা হয়ে ভাব ধরার জন্য ক্ষমতা নয়: রাষ্ট্রপতি

সবধরনের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে মিলেমিশে রাজনীতি করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ক্ষমতা ও রাজনীতি জনগণের কল্যাণের জন্য, নেতা হয়ে ভাব ধরার জন্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।


বিজ্ঞাপন


নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের জয়ীদের উচিত পরাজিতদের সাহায্য নিয়ে একত্রে কাজ করা। জনগণের সার্বিক কল্যাণের জন্য নির্বাচিত প্রতিনিধি বা নেতা হিসেবে সবাইকে কাজ করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘ক্ষমতা ও রাজনীতি জনগণের কল্যাণের জন্য। নেতা হয়ে ভাব ধরার জন্য নয়। জনগণের ভালোর জন্য সবাইকে ছাড় দিতে হবে।’

নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে আটবারের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু বিজয়ী হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় মালা দিয়েছি। তাদের পরিবার ও সন্তানদের জন্য কাজ করেছি। সবাই মিলেমিশে কাজ করলে এলাকা ভালো চলবে। নিঃসন্দেহে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’

স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। 

রাষ্ট্রপতি হামিদ বলেন, এলাকার উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা  অতীব গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি-শৃঙ্খলা না থাকলে উন্নয়ন হবে না।

নিজের প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ‘ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি। হাওরের উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছি।’

ছাত্র-ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে টেকনিক্যাল শিক্ষা অতীব প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমানে চাকরির বাজার খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারিগরি শিক্ষার মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।’

তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের উপদেশ দেন।

hamid1

রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান প্রমুখ।

এ সময় বঙ্গভবনের সচিব, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি হামিদ অষ্টগ্রাম উপজেলার 'বাহাদুর সেতু' এবং 'রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সেতু' সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

তিনি পথিমধ্যে সদয়নগর এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

দুপুরে তিনি কিশোরগঞ্জের মিঠামইনে নিজ এলাকায় নির্মাণাধীন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এখানে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ককেও জিওসি নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতিকে জানানো হয়, প্রকল্পে ভূমি সমতল ও উচ্চকরণের কাজ শেষ হয়েছে এবং তীর রক্ষার কার্যক্রম ২০২২ সালের জুন শেষ  হওয়ার কথা রয়েছে।

পর্যায়ক্রমে সেনানিবাসের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে তাঁকে অবহিত করা হয়।

hamid2

পরে তিনি স্পিড বোর্ডে ২৭৫ একর ভূমিতে নির্মাণাধীন সেনানিবাস এলাকার চারিদিক পরিদর্শন করেন। তিনি  নদীপথে সেনানিবাস সংলগ্ন আবদুল হামিদ পল্লীও অবলোকন করেন।

এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ছয় তলা বিশিষ্ট ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম, সামরিক সচিব এসএম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে পাঁচ দিনের সফরে গত ২৭ মার্চ কিশোরগঞ্জে আসেন। ৩১ মার্চ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর