আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা বা মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তাই এক জেলা থেকে অন্য জেলায় দুই চাকার এই যান নিয়ে চলাচল করা যাবে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে জানান।
বিজ্ঞাপন
মোটরসাইকেল নিয়ে ঈদযাত্রার বিষয়ে প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।
তিনি বলেন, এবার বাইক চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।
অন্যান্য যানবাহন চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক চলাচল। এছাড়াও ঈদের আগে পাঁচ দিন এবং পরের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পেট্রল পাম্প।
উল্লেখ, মহাসড়কে মোটরসাইকেলে দুর্ঘটনা বৃদ্ধি ও পরিবহন মালিক সমিতির পরামর্শে গত বছর ঈদুল আজহায় দুই চাকার এই যান চলাচলে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছিল মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এবার কোনো নিষেধাজ্ঞা না থাকায় ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে আর কোনো বাধা থাকল না।
কেআর/এমএইচএম