সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা
প্রতীকী ছবি

ঘরের দরজা বন্ধ করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তার ছোট বোন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। এরপর সেই ঘরের দরজার সামনে গিয়ে পুলিশ মিস্ত্রি নিয়ে হাজির হয়। টের পেয়ে যুবক ঘর থেকে বেরিয়ে আসেন।‌

সোমবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় একজন নারী ফোন করে জানান, তার ভাই আত্মহত্যা করার জন্য নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন। তারা অনেক ডাকাডাকি করার পরও তার ভাই দরজা খোলেননি। এরপর তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। সেই সময় তার কলটি গ্রহণ করেন 

 ৯৯৯ কলটেকার কনস্টেবল আব্দুল্লাহ মনসুর। পরে তিনি বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ‌

পুলিশ কর্মকর্তা জানান, সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল অবিলম্বে মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে দরজা ভাঙার শ্রমিকসহ গিয়ে উপস্থিত হয়। এরপর পুলিশ এবং শ্রমিকরা মিলে দরজা ভাঙার কাজ শুরু করতেই আত্মহত্যা প্রচেষ্টাকারী যুবক (২৫) দরজা খুলে বেরিয়ে আসেন।

তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালান বলে জানা যায়। পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বিজ্ঞাপন


পরে ওই যুবককে উদ্ধার করে হাতিরঝিল থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আনোয়ার সাত্তার।   

 এমআইকে/জেবি

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর